ফটো ফিচার

তানজিমের প্রস্তুতি, আইপিএল সতীর্থকে পেয়ে খুশি বাটলার

বিশ্বকাপে প্রতিটি দলের এক-তৃতীয়াংশ ম্যাচ শেষ হয়েছে গতকালই। আজ শুরু হয়েছে অনানুষ্ঠানিক ‘চতুর্থ রাউন্ড’, চেন্নাইয়ে খেলেছে আফগানিস্তান-নিউজিল্যান্ড। আগামীকাল পুনেতে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। বিশ্বকাপে মাঠে ও মাঠের বাইরে নানা দৃশ্যের জন্ম হচ্ছে প্রতিনিয়ত। তেমনই কিছু ছবি নিয়ে এ আয়োজন—
বল থামাতে গ্লেন ফিলিপসের ঝাঁপ
দিল্লিতে আফগানিস্তানের কাছে হেরে যাওয়ার পর পাঁচ দিনের বিরতি পেয়েছে ইংল্যান্ড। শনিবার মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে চনমনে হয়ে ওঠার চেষ্টায় জস বাটলার। হোটেল তাজমহল প্যালেসে আইপিএলে রাজস্থান রয়্যালস সতীর্থ সঞ্জু স্যামসনকে পেয়ে খুশিই হয়েছেন ইংলিশ অধিনায়ক
নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে পাঁচটি ক্যাচ মিস করেন আফগান ফিল্ডাররা। তবে নিউজিল্যান্ড ফিল্ডারদের ক্যাচিং ছিল দুর্দান্ত। যার বড় দৃষ্টান্ত মিচেল স্যান্টনারের নেওয়া আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির ক্যাচ। দুর্দান্ত এই ক্যাচের ছবিটি পোস্ট করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)
দিনেশ কার্তিক বিশ্বকাপ মাঠে না থাকলেও ধারাভাষ্যকক্ষে আছেন। তবে বিশ্বকাপ ট্রফি নিয়ে এ ছবিটি তুলেছেন একটি বিজ্ঞাপনের অংশ হিসেবে
বিশ্বকাপে এখনো ম্যাচ খেলা হয়নি তানজিম হাসানের। তবে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন নিয়মিতই। কে জানে, আগামীকাল ভারতের বিপক্ষেও একাদশে সুযোগ মিলে যায় কি না