রঞ্জি ট্রফিতে ঝড় তুললেন পৃথ্বী শ
রঞ্জি ট্রফিতে ঝড় তুললেন পৃথ্বী শ

৩৮৩ বলে ৩৭৯, প্রথম শ্রেণির ক্রিকেটে ঝড় পৃথ্বী শ’র

ভারতীয় দলে নেই বেশ অনেক দিন। তবে পৃথ্বী শ যে ফিরতে প্রস্তুত, সেটির প্রমাণ রাখলেন। রঞ্জি ট্রফিতে অতিমানবীয় এক ইনিংস খেলেছেন। আসামের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে খেলেছেন ৩৮৩ বলে ৩৭৯ রানের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে যা ভারতীয় ব্যাটসম্যানদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সর্বোচ্চ ইনিংসটা ভাউসাহেব নিম্বলকারের। ১৯৪৮–৪৯ মৌসুমে মহারাষ্ট্রের হয়ে অপরাজিত ৪৪৩ রানের ইনিংস খেলেছিলেন নিম্বলকার ।

শ’র আগে প্রথম শ্রেণির ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড ছিল সঞ্জয় মাঞ্জরেকারের। ১৯৯০–৯১ মৌসুমে রঞ্জি ট্রফিতে হায়দরাবাদের বিপক্ষে ৩৭৭ রান করেছিলেন অবসরের পরে ধারাভাষ্যে নাম লেখানো মাঞ্জরেকার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ এখন পৃথ্বী শ’য়ের

আগের দিনই (মঙ্গলবার) ২৮৩ বলে ২৪০ রান করে অপরাজিত ছিলেন। আজ বুধবার ত্রিশতকে পৌঁছেছেন মাত্র ৪৩ বল খেলে। মোট ৩২৬ বল খেলে ৩০০ করেন। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর প্রথম ত্রিশতক। তাঁর ইনিংস ছিল ৪৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা।

ভারতীয় ক্রিকেট দলের বাইরে আছেন পৃথ্বী শ

এই ইনিংসে বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন পৃথ্বী। তিনিই প্রথম ভারতীয় ব্যাটসম্যান, যিনি রঞ্জি ট্রফিতে (দীর্ঘ পরিসরের ম্যাচ), ত্রিশতক, বিজয় হাজারে ট্রফিতে (ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট) দ্বিশতক ও সৈয়দ মুশতাক আলী ট্রফিতে (ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট) শতরান করার কীর্তি গড়েছেন।

মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটা এতদিন ছিল সঞ্জয় মাঞ্জরেকারের