বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন
বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন

রিশাদে মুগ্ধ কার্তিক যা বললেন

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে টপকে ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে পৌঁছেছে নাজমুল হোসেনের দল। বাংলাদেশকে সুপার এইটে অন্যতম বড় ভূমিকা রেখেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

৪ ম্যাচে উইকেট নিয়েছেন ৭টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দলকে প্রয়োজনের মুহূর্তে উইকেট দিয়েছেন। গ্রুপ পর্বে রিশাদের পারফরম্যান্সে মুগ্ধতার জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার দীনেশ কার্তিক।

ক্রিকবাজে ‘গ্রুপ স্টেজ রিভিউ’ অনুষ্ঠানে ‘ডি’ গ্রুপের সেরা পারফরমার হিসেবে রিশাদের নাম বেছে নিয়েছেন কার্তিক। তিনি বলেছেন, ‘আমার পছন্দ একটু ভিন্ন ধরনের। আমার পছন্দ রিশাদ। সে যেভাবে বোলিং করেছে, তাতে আমি মুগ্ধ। উইকেট থেকে “বাইট” আদায় করে টার্ন পেয়েছে। খুব বেশি উইকেট পায়নি। তবে তাকে দুর্দান্ত প্রতিভা মনে হচ্ছে। বাংলাদেশ দলে রিস্ট স্পিনার খুব বেশি দেখা যায় না। আমার মনে হয় রিশাদের মধ্যে তারা দারুণ কিছু খুঁজে পেয়েছে।’

বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারায়। সেই ম্যাচে জিতেই মূলত সুপার এইটে যাওয়ার পথে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। এই ম্যাচ প্রসঙ্গে কার্তিক বলেছেন, ‘বাংলাদেশ–শ্রীলঙ্কার ম্যাচে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব থেকে, তা ইংল্যান্ড–অস্ট্রেলিয়া ম্যাচ বা ভারত–পাকিস্তান ম্যাচের সঙ্গে লড়াই করতে পারে। তারা নিজেদের কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহ তৈরি করেছে। এবারের বিশ্বকাপেও নিউইয়র্কের লো স্কোরিং ম্যাচটি শেষ পর্যন্ত গেছে। বাংলাদেশ কোনোভাবে শ্রীলঙ্কাকে হারিয়েছে। শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশ জানত, সুপার এইটে যাওয়ার বড় সুযোগ আছে তাদের।’

একই অনুষ্ঠানে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বাংলাদেশের প্রশংসা করেছেন। তবে সেমিফাইনালে বাংলাদেশকে দেখছেন না তিনি, ‘স্পিনিং উইকেটে বাংলাদেশ ভয়ংকর, যেকোনো দলের বিপক্ষে লড়াই করতে পারে। সাকিব ফর্মে ফিরেছে, কিছু রান করেছে, উইকেট পেয়েছে। ফিজ ও তানজিম মনে হয় গত রাতে ৮ ওভারে ১৪ রান দিয়ে ৭ উইকেট পেয়েছে। পেসাররাও ভালোই করছে। কিন্তু বাংলাদেশ কি সেমিফাইনালে যেতে পারবে? আমার মনে হয় না পারবে।’