ফটো ফিচার

ছক্কা মেরে, ফাস্ট বোলিং আর স্পিন বোলিং অনুশীলন করে তৈরি হচ্ছে ইংল্যান্ড

জস বাটলারের নেতৃত্বে আঙিনায় ইংল্যান্ড দল। বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবেন বাটলার–মঈন আলীরা। সিরিজ দুটির জন্য ছক্কা মেরে, ফাস্ট বোলিং আর স্পিন বোলিং অনুশীলন করে তৈরি হচ্ছেন তাঁরা। ইংল্যান্ড দলের সেই প্রস্তুতির গল্প দেখে আসা যাক ছবিতে—
চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে অনেক দিন পর ক্রিকেটে ফিরেছেন জফরা আর্চার। বাংলাদেশের বিপক্ষে গতির আগুন ঝরাতে তৈরি করে নিচ্ছেন নিজেকে
মূল কাজটা তাঁর বল হাতে। তবে ব্যাট হাতেও যদি ভূমিকা নিতে হয় তাঁকে। জফরা আর্চার এর জন্যও নিজেকে প্রস্তুত করে নিতে চাইছেন!
ব্যাটটা ভালো করে দেখে নিচ্ছেন ডেভিড ম্যালান। মাঠে নামার পর এটা যেন ঠিকভাবে তাঁর কথা শোনে!
ইংল্যান্ড দলের মূল দুই স্পিন বোলিং অস্ত্র। মিরপুরে অনুশীলনে নিজেদের তৈরি করে নিচ্ছেন মঈন আলী ও আদিল রশিদ
বোলিংয়ের সঙ্গে ব্যাট হাতেও ভূমিকা রাখতে হয় রিচ টপলিকে। নেটে নিজেকে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত করছেন তিনি
বোলিংটা ভালো করে ঝালিয়ে নিচ্ছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারেন
লাইন ধরে নেটে বোলিং করার অপেক্ষায় ইংল্যান্ডের তিন খেলোয়াড় মঈন আলী, আদিল রশিদ ও সাকিব মেহমুদ
এবার একটু জিরিয়ে নেওয়া যাক! অনুশীলনের ফাঁকে ছাতার নিচে অধিনায়ক জস বাটলারের সঙ্গে মঈন আলী
উইকেটের সামনে যেমন ব্যাট হাতে ধ্বংসযজ্ঞ চালাতে পারেন, উইকেটের পেছনেও তেমনই অসাধারণ সাদা বলে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার
সাদা বলের ক্রিকেটে বোলারদের ওপর ঝড় বইয়ে দিতে তাঁর জুড়ি নেই। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তার জন্যই নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন