কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রাণহানির ঘটনায় মর্মাহত ক্রিকেটাঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে একে একে পোস্ট দিয়েছেন জাতীয় দল ও দলের বাইরে থাকা অনেক ক্রিকেটার। আজ এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আমরা সব সময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশা আল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিন শেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’
সরাসরি শিক্ষার্থীদের পক্ষে কথা না বলায় যদিও মাহমুদউল্লাহর পোস্ট অনেকেই ভালোভাবে নেননি। পোস্টের কমেন্ট বক্সে অনেকেই সমালোচনা করছেন। এর আগে গত ১৭ জুলাইয়েও এ নিয়ে একটি পোস্ট করেছিলেন মাহমুদউল্লাহ।
লিটন ফেসবুকে লাল ব্যাকগ্রাউন্ডে পোস্ট করে লিখেছেন, ‘বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না, সে তারা যতই সামনে এগিয়ে যাক না কেন।’ লাল ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের প্রতিবাদের রং। অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটারই গত কয়েক দিনে শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে ফেসবুক লাল করেছেন।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে পোস্ট করেছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিদ হাসান ও আফিফ হোসেন।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে ক্রিকেটারদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হৃদয় গত পরশু তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’
আন্দোলনে আর কোনো সহিংসতা দেখতে চান না, এমন প্রত্যাশার কথা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিক লিখেছিলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাইবোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকেরা, যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন, তাঁদের প্রতি অতল শ্রদ্ধা।’