মার্চ মাসে ক্রিকেট দুনিয়াকে স্তব্ধ করে দিয়ে চিরবিদায় নিয়েছেন শেন ওয়ার্ন। লেগ স্পিন কিংবদন্তির মৃত্যু তাঁর জীবনের অনেক কিছুকেই সামনে নিয়ে এসেছে। ব্যক্তিগত জীবনে স্ত্রী সিমোনে কালাহানের সঙ্গে বিয়ের সম্পর্কটা না টিকলেও ছেলে জ্যাকসন ওয়ার্ন এবং দুই মেয়ে ব্রুক ওয়ার্ন ও সামার ওয়ার্ন তাঁর জীবনেরই অংশ ছিলেন। বাবার আদরের মাত্রাটাও ছিল অন্য রকমই। ওয়ার্ন তাঁর ছেলেমেয়েদের কাছে চিরকালীন আনন্দের স্মৃতি হয়েই আছেন।
ছেলে জ্যাকসনের বয়স এখন ২৩। বাবা শেন ওয়ার্ন ছিলেন তাঁর ভাষায় ‘সবচেয়ে কাছের বন্ধু’। সেই জ্যাকসন জানিয়েছেন, মৃত্যুর আগে শেন ওয়ার্ন তাঁকে তিনটি উপদেশ দিয়ে গেছেন। যে তিন উপদেশ তাঁর জীবনের পাথেয়। ছোট থেকে এই তিন উপদেশ মেনেই আজকের জায়গায় এসেছেন তিনি।
ইংলিশ ক্রিকেটের সম্প্রচারকারী সংস্থা স্কাই স্পোর্টস লর্ডসে নিজেদের ধারাভাষ্যকক্ষের নাম এই মৌসুমের জন্য শেন ওয়ার্নের নামে রেখেছে। আজ মঙ্গলবার সেই ধারাভাষ্যকক্ষে উপস্থিত হয়েছিলেন জ্যাকসন।
এরপর তিনি বলেছেন, ‘আমার সেরা বন্ধু ছিলেন আমার বাবা। তিনি আমাকে বেশ কিছু জীবনমুখী শিক্ষা দিয়ে গেছেন। যেটি আজকে আমাকে এই জায়গায় আসতে সাহায্য করেছে। তিনি আমাকে সব সময় তিনটি জিনিস অনুসরণ করার জন্য বলেছেন। সেগুলো হচ্ছে অন্যের সঙ্গে ভালো আচরণ করতে পয়সা লাগে না, কোনোমতেই হতোদ্যম হওয়া যাবে না, সব সময় বর্তমান নিয়েই ভাবতে হবে।’
বাবার মৃত্যুর পর জ্যাকসন ভেঙে পড়েছিলেন। মে মাসে তিনি ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, ‘তিনি এখন মোটামুটি ভালো আছেন।’ তাঁর বাবা যে বহু মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রেখেছিলেন, সেটি দেখে তিনি আনন্দিত, ‘আমি এখানে এসেছি (লর্ডস) সবাইকে ধন্যবাদ জানাতে।’
জ্যাকসন আরও লেখেন, ‘সবাইকে মন্তব্যের জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই বিভিন্ন ভিডিওতে নিজেদের অভিব্যক্তি জানানোর জন্য। বাবাকে নিয়ে ভিডিও তৈরি করেছেন আপনারা, সে জন্যও ধন্যবাদ জানাই। আমাদের সমবেদনা জানিয়েছেন, বিভিন্ন ভাস্কর্য ও চিত্রকর্ম তৈরি করেছেন, সে জন্য ধন্যবাদ জানানোর ভাষা নেই। আপনারা যেভাবে শ্রদ্ধা জানিয়েছেন, তাতে আমরা বুঝতে পেরেছি, বাবাকে আপনারা কতটা ভালোবাসতেন।’