ফটো ফিচার

মাহমুদউল্লাহর প্রতি আতহারের শ্রদ্ধা আর বলিউড তারকার সঙ্গে রশিদ

মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আতহার আলী খান। রশিদ খান ও ইরফান পাঠানের নাচের পেইন্টিং। ডেভিড মিলারের সঙ্গে কুইন্টন ডি কক। অবকাশে রোহিত শর্মা। আর কার্তিক আরিয়ানের সঙ্গে এক ফ্রেমে রশিদ। বিশ্বকাপে খেলার তারকাদের নির্বাচিত ছবি—
পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের জয়ের পর রশিদ খানের সঙ্গে নেচে উদ্‌যাপন করেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। তাঁদের সেই মুহূর্তটি এভাবে ক্যানভাসে ধরে রেখেছেন এক আফগান সমর্থক। ছবিটি পোস্ট করেছেন ইরফান নিজে
বিশ্বকাপে দ্রুততম (৪০ বলে) সেঞ্চুরির পর ম্যাচসেরার পুরস্কার হাতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল
রোহিত শর্মার সময়টা যে এখন দারুণ কাটছে এ ছবিটিই জানিয়ে দিচ্ছে সে কথা
গতকাল কুইন্টন ডি কক ও ডেভিড মিলার মিলে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন বাংলাদেশের বোলারদের ওপর। ম্যাচ শেষে ডি ককের ১৫০তম ওয়ানডে ম্যাচ উপলক্ষে এ ছবিটি পোস্ট করেছেন মিলার
‘অভিজ্ঞতা কাজে লাগল। শতরানের জন্য মাহমুদউল্লাহর প্রতি অশেষ শ্রদ্ধা। তবে বারবার টপ অর্ডারকে ভেঙে পড়তে দেখা হতাশার’—বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ছবি দিয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান
বলিউড তারকা কার্তিক আরিয়ানের সঙ্গে এ ছবিটি পোস্ট করেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান