ধর্ষণের অভিযোগে সন্দীপ লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নেপালের একটি আদালত
ধর্ষণের অভিযোগে সন্দীপ লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নেপালের একটি আদালত

ইন্টারপোল খোঁজার আগেই দেশে ফেরার ঘোষণা লামিচানের

ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও দেশে ফিরছেন না সন্দীপ লামিচানে। তাঁকে দেশে ফেরাতে নেপালের পুলিশ যখন ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দ্রুত দেশে ফেরার ঘোষণা দিয়েছেন নেপালের এই ক্রিকেটার।

নেপাল জাতীয় দলের ক্রিকেটার লামিচানের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি করেন ১৭ বছর বয়সী এক কিশোরী। অভিযোগে বলা হয়, ভক্ত হিসেবে যোগাযোগের সূত্রে গত ২১ আগস্ট লামিচানের সঙ্গে দেখা করতে গেলে ধর্ষণের শিকার হন তিনি।

এর পরদিনই নেপাল দলের কেনিয়া সফর এবং সিপিএল (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) খেলতে দেশ ত্যাগ করেন লামিচানে। ৬ সেপ্টেম্বর মামলার পর কাঠমান্ডুর একটি আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) লামিচানেকে নেপাল জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। সিপিএল কর্তৃপক্ষ জানায়, ২২ বছর বয়সী এই স্পিনার চলতি আসরে না খেলে দেশে ফিরে যাবেন। তবে মামলার পর থেকে দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নেপালে ফেরেননি লামিচানে।

এএফপি জানিয়েছে, নেপালের পুলিশ লামিচানেকে দেশে ফেরাতে ইন্টারপোলের সাহায্য নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন লামিচানে। ধর্ষণ মামলার অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে লিখেছেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর আমাকে মানসিকভাবে আহত করেছে। আমি বুঝতে পারছিলাম না কী করব, কী করব না।’

অসুস্থ হয়ে গিয়েছিলেন জানিয়ে লামিচানে লিখেছেন, সুস্থ হয়ে শিগগিরই দেশে ফিরবেন তিনি, ‘আমার শরীরের অবস্থা ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। যত দ্রুত সম্ভব নেপালে ফিরে অভিযোগের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা করছি আমি।’

এই মুহূর্তে কোথায় আছেন, এ বিষয়ে কিছু উল্লেখ করেননি লামিচানে।
লামিচানের দেশে ফেরার ঘোষণা সম্পর্কে জিজ্ঞেস করা হলে নেপাল পুলিশের কর্মকর্তা ভরত বোহোরা কোনো মন্তব্য করতে চাননি। তবে মামলার তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে বলে জানান তিনি।

২০১৮ সালে নেপালের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা লামিচানে লেগ স্পিনার হিসেবে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন। সিপিএলে গিয়েছিলেন জ্যামাইকা তালাওয়াহর হয়ে খেলার জন্য।