ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের সঙ্গে রোহিত শর্মার শুভেচ্ছা বিনিময়
ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের সঙ্গে রোহিত শর্মার শুভেচ্ছা বিনিময়

কার্তিক–ঝড়ের পর অশ্বিনদের ঘূর্ণিতে শেষ ওয়েস্ট ইন্ডিজ

দিনেশ কার্তিক ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন কি না, এ নিয়ে ক্রিকেট বিশ্বে অনেক দিন থেকেই চায়ের কাপে ঝড় চলছে। আইপিএলের পর আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুললেন কার্তিক নিজেই। এই ঝড় তুলে ভারতকে তো জেতালেনই, একই সঙ্গে সবাইকে যেন বুঝিয়েও দিলেন, ভারতের টি–টোয়েন্টি দলে তাঁর জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তোলাটাই অবান্তর!

ভারতের ইনিংসের ১৬ ওভার শেষে যা কেউ ভাবতে পারেনি, সেটাকেই বাস্তব করে দিয়েছে কার্তিকের ঝড়। ১৬ ওভার শেষে ভারতের রান ছিল ৬ উইকেটে ১৩৮। ২০ ওভার শেষে স্কোরবোর্ডের চেহারা গেল পাল্টে। আর কোনো উইকেট পড়েনি ভারতের। কিন্তু রান হয়ে গেল ১৯০। এটা সম্ভবই হয়েছে ৭ নম্বরে নেমে ১৯ বলে কার্তিকের অপরাজিত ৪১ রানের ইনিংসে। কার্তিক এই রান তুলেছেন ৪টি চার ও ২টি ছয়ে। শেষ চার ওভারে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে তুলেছেন ৫২ রান।

১৯ বলে অপরাজিত ৪১ রান করেছেন দিনেশ কার্তিক

কার্তিকের এই ঝড়ের পর ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছিল ইতিবাচকই। ভুবনেশ্বর কুমারের করা প্রথম ওভারেই ১১ রান তুলে নেন দুই ওপেনার সামারাহ ব্রুকস ও কাইল মেয়ার্স। আর্শদীপের করা দ্বিতীয় ওভারের প্রথম তিন বলে আসে ১১ রান। এমন শুরু করেও ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৮ উইকেটে তুলতে পেরেছে ১২২ রান। প্রথম টি–টোয়েন্টি ম্যাচটি হেরেছে তারা ৬৮ রানে।

ওয়েস্ট ইন্ডিজ যে ইতিবাচক শুরু করেও শেষ পর্যন্ত খেই হারিয়েছে, এতে অবদান ভারতের স্পিনারদের। তিনজন স্পিনার নিয়ে খেলতে নামে রোহিতের দল। অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও রবি বিষ্ণুই—তিনজন মিলে নিয়েছেন ৫ উইকেট। অশ্বিন ও বিষ্ণুই ২টি করে উইকেট নিয়েছেন, জাদেজা একটি। ওয়েস্ট ইন্ডিজের বাকি যে তিনটি উইকেট পড়েছে, এর দুটি নিয়েছেন আর্শদীপ, একটি ভুবনেশ্বর কুমার। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে সর্বোচ্চ ২০ রান করেছেন ব্রুকস।

অর্ধশতকের পর রোহিত শর্মা

এর আগে ভারতকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার রোহিত ও সূর্যকুমার যাদব। দুজন মিলে ওপেনিং জুটিতে ৪.৪ ওভারে তোলেন ৪৪ রান। সূর্যকুমার ২৪ রান করে আউট হলে ভাঙে জুটি। শ্রেয়াস আইয়ার কোনো রান না করেই আউট হয়েছেন। ঋষভ পন্ত করেছেন ১৪ রান, আর হার্দিক পান্ডিয়ার রান মাত্র ১।

তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলে গেছেন রোহিত। জেসন হোল্ডারের বলে হেটমায়ারকে ক্যাচ দেওয়ার আগে ৪৪ বলে ৬৪ রান করেছেন রোহিত। মেরেছেন ৭টি চার ও ২টি ছয়। তবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ব্রায়ান লারা স্টেডিয়ামে ঝড় তোলা কার্তিকই।