যেভাবে ক্যামেরন ব্যানক্রফট ও ড্যানিয়েল স্যামসের সংঘর্ষ হয়
যেভাবে ক্যামেরন ব্যানক্রফট ও ড্যানিয়েল স্যামসের সংঘর্ষ হয়

বিগ ব্যাশ থেকে বিপিএল, সিডনি থেকে কেপটাউন—২৪ ঘণ্টায় চোটের মিছিল

ক্রিকেটারদের ওপর চোটের ঝড়ই বয়ে যাচ্ছে বলা চলে। সেটাও গত ২৪ ঘণ্টায়। আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ হোক, সবখানেই চোটের মিছিল!

চোট পাওয়ার ধরনেও আছে মিল। গতকাল বিগ ব্যাশ, সুপার স্ম্যাশ ও বিপিএলে ঘটেছে একই ধরনের ঘটনা। তিন টুর্নামেন্টেই ক্যাচ ধরতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। যে ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দুই অস্ট্রেলিয়ান ক্যামেরন ব্যানক্রফট ও ড্যানিয়েল স্যামসের।

ওপেনার ব্যানক্রফটের নাক ভেঙে গেছে, সঙ্গে কাঁধেও ফাটল ধরেছে। তাতে বিগ ব্যাশ থেকে ছিটকে গেছেন ব্যানক্রফট। স্যামস কনকাশন সাবধানতার জন্য ছিটকে গেছেন কমপক্ষে ১২ দিনের জন্য। তাঁর মাঠে নামা নির্ভর করছে চিকিৎসক দলের পরামর্শের ওপর। তবে ধারণা করা হচ্ছে, স্যামসও এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

মিরপুরে কাল ক্যাচ নিতে গিয়ে সতীর্থ সাব্বির হোসেনের (ডানে) সংঘর্ষ হয় শফিউল ইসলামের

বিপিএলে একই ঘটনা ঘটেছে ঢাকা-রাজশাহী ম্যাচে। ক্যাচ ধরতে গিয়ে পেসার শফিউল ইসলাম ও সাব্বির হোসেনের মধ্যে সংঘর্ষ হয়। তাঁদের অবশ্য গুরুতর কিছুই হয়নি। স্ট্রেচারে করে সাব্বিরকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হলেও পরে রাজশাহীর হয়ে ব্যাটিংও করেন। নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ টুর্নামেন্টে কাল অকল্যান্ড বনাম ক্যান্টারবুরির ম্যাচে বেন লিস্টার ও সিদ্দিশ দীক্ষিতের মধ্যেও ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষ হয়।

এ দিকে কেপটাউন টেস্ট শুরুর ৭ ওভারের মধ্যে চোটে পড়ে টেস্ট থেকে ছিটকে গেছেন পাকিস্তান ওপেনার সাইম আইয়ুব। প্রোটিয়া ব্যাটসম্যান রায়ান রিকেলটনের ব্যাট ছুঁয়ে বল স্লিপ থেকে বাউন্ডারির দিকে যাচ্ছিল, তখন বলটি থামাতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান সাইম। মাঠে তাঁর প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছিল এই টেস্টে অন্তত তাঁর খেলা কঠিন! পরে জানা গেল ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

চোট নিয়ে যেভাবে মাঠ ছাড়েন সাইম

সাইমকে মাঠের বাইরে বেশ কিছুটা সময় ধরে চিকিৎসা দেওয়া হয়েছিল। তখনো পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। পরে স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে, এই টেস্টে তাঁকে পাবে না পাকিস্তান।

চোটের সমস্যা আছে সিডনি টেস্টেও। যদিও এই টেস্টে যিনি চোটে পড়েছেন, সেই যশপ্রীত বুমরার চোট ঠিক কতটা গুরুতর, সে সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে আজ টেস্ট চলার মধ্যেই গুরুত্বপূর্ণ সময়ে মাঠ ছেড়ে স্ক্যান করাতে হাসপাতালে গেছেন বুমরা। ধারাভাষ্যকারদের ধারণা, পিঠের পুরোনো সমস্যায় ভুগে থাকতে পারেন তিনি। অবশ্য স্ক্যান করিয়ে দিনের শেষদিকে বুমরা মাঠেও ফিরেছেন।