করোনায় আক্রান্ত ক্যামেরন গ্রিন
করোনায় আক্রান্ত ক্যামেরন গ্রিন

ব্রিসবেন টেস্ট

হেড নেগেটিভ, গ্রিন পজিটিভ

করোনা নেগেটিভ হয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ট্রাভিস হেড। তবে আগামীকাল শুরু হতে যাওয়া ব্রিসবেন টেস্টের আগে অস্ট্রেলিয়া দলকে করোনা ছাড়ছে না। এবার করোনায় আক্রান্ত হয়েছেন দলটির মিডল অর্ডার ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন ও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। করোনায় আক্রান্ত হলেও সুস্থ থাকলে গ্রিন খেলবেন ব্রিসবেন টেস্টে, আর ম্যাকডোনাল্ডও থাকতে পারেন দলের সঙ্গে।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘নেগেটিভ হওয়ার আগ পর্যন্ত ক্যামেরন গ্রিন ও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড দল থেকে আলাদা রাখা হবে। তবে এতে ব্রিসবেন টেস্টে গ্রিন ও ম্যাকডোনাল্ডের অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে না।’

অ্যাডিলেড টেস্ট দিয়ে ক্যারিয়ার নতুন যাত্রা শুরু করেছেন গ্রিন। প্রথমবার ব্যাটিং করেছেন চার নম্বরে। সেই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে সুযোগ কাজে লাগাতে পারেননি এই অলরাউন্ডার। করেছেন মাত্র ১৪ রান। আর ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারানো সেই টেস্টে দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাটিংয়ের সুযোগ পাননি।

একমাত্র শতকের পর

অন্যদিকে হেড অ্যাডিলেড টেস্টের পর থেকেই করোনায় ভুগছিলেন। হেড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু ব্রিসবেনে দলের সঙ্গে না গিয়ে গিয়েছেন এক দিন দেরিতে। অস্ট্রেলিয়া আশা করেছিল, ব্রিসবেন টেস্টের আগেই নেগেটিভ হবেন হেড। তেমনটাই হয়েছে। তবে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল নেগেটিভ না হলেও, নির্দিষ্ট কিছু শর্ত মেনে খেলবেন হেড। গ্রিন ও ম্যাকডোনাল্ডের ঘটনাতেও করোনার নির্দিষ্ট কিছু বিধিনিষেধ মানতে হবে।