ফটো ফিচার

নানা রঙের ফটোসেশন নাজমুল-সাকিবদের

রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ৩ ম্যাচের একটি সিরিজ খেলবে তারা। এর আগে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হয়ে গেল দলের আনুষ্ঠানিক ফটোসেশন। প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় ধরা পড়ল যেসব টুকরা ছবি—
লিটন দাস, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম—হাসি সবার মুখেই। ধরনটা শুধু আলাদা
ফোনে হয়তো ‘সিরিয়াস’ কোনো আলোচনা করছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সঙ্গে দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কাইলি
হাথুরুসিংহে তখনো ব্যস্ত ফোনে। সাকিব কি ব্যাটিং শ্যাডো করছেন?
‘টাইটা দেখি!’ তানজিদ হাসানকে সহায়তা করছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। তাসকিনের হাসিটা চওড়া
সর্বশেষ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। এবার দায়িত্ব নাজমুল হোসেনের কাঁধে। দুজনকে দেখা গেল এভাবে
সব ঠিক আছে তো? ফটোসেশনের আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক শাহরিয়ার নাফীস
বিশ্বকাপের আগে চোট নিয়ে শঙ্কা ছিল। তবে তাসকিন আহমেদকে দেখা গেছে বেশ হাসিখুশি
কোচ আর অধিনায়ক এক ফ্রেমে
সাকিব, নাজমুল, তাসকিনের সঙ্গে কিছু একটা বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান
টি-টোয়েন্টি বিশ্বকাপগামী পুরো দলের সঙ্গে বিসিবির কর্মকর্তারা
বিশ্বকাপের ১৫ জন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুখস্মৃতি সেভাবে নেই। এ দলটা কি বদলাতে পারবে সেটি?