৯৭ রান করে আউট হয়েছেন মিকাইল লুইস
৯৭ রান করে আউট হয়েছেন মিকাইল লুইস

৪০০ রানের বেশি চায় ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের রান ২৫০, বাংলাদেশ নিতে পেরেছে ৫ উইকেট। অ্যান্টিগা টেস্টে প্রথম দিনের শেষে দুই দলের অবস্থানই কাছাকাছি। এখান থেকে প্রথম ইনিংসে সুবিধাজনক অবস্থানে যেতে রান ৪০০-এর ওপরে নিয়ে যেতে চায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের খেলা শেষে ওপেনার মিকাইল লুইস বলেছেন এমন লক্ষ্যের কথা।

ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলতে নামা লুইস প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে আউট হয়ে গেছেন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যালিক অ্যাথানাজে আউট হয়েছেন ৯০ রানে। তবে দুই থিতু ব্যাটসম্যান আউট হয়ে গেলেও ক্যারিবীয়দের রান চার শ পার হবে বলে আশাবাদী লুইস।

ওয়েস্ট ইন্ডিজ ৮৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর লুইস ও অ্যাথানাজে চতুর্থ উইকেটে গড়েন ১৪০ রানের জুটি। শেষ বেলায় দুজনই আউট হলেও দল এখন ভালো অবস্থানে আছে মনে করেন লুইস, ‘আমার মনে হয়, আমরাই ভালো অবস্থানে আছি। এখন জাস্টিন গ্রিভস আর জশুয়া ডি সিলভা আছে। আশা করি ওরা ভালো একটা জুটি গড়বে। এই পিচে রান ৪০০-র বেশি হবে বলে আমি আশাবাদী।’

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টসে জিতে বোলিং নিয়েছিলেন প্রথম দিনের সকালের উইকেটের সুবিধা নিতে। লুইস ও ক্রেইগ ব্রাফেটের উদ্বোধনী জুটি শুরুটা দেখেশুনে কাটিয়ে দিতে পারলেও প্রথম ঘণ্টার শেষ দিকে টানা দুই উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। মোটের ওপর প্রথম সেশনে ক্যারিবীয়দের স্কোরবোর্ডে জমা হয় মাত্র ৫০ রান, দ্বিতীয় সেশনে ৬৬। বাকি ১৪৪ রানই এসেছে তৃতীয় সেশনে।

সংবাদ সম্মেলনে লুইস জানান, দিনের শুরুতে ব্যাটিং করা সহজ ছিল না, ‘শুরুতে পিচে আর্দ্রতা ছিল, কিছুটা ধীর গতিরও ছিল। পরে আমার ও অ্যালিকের জুটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে তাঁর অভিজ্ঞতা থেকে আমাকে পরামর্শ দিয়েছে।’

দল ভালো অবস্থানে এবং জুটিতে ভালো ভূমিকা রাখার বিষয়ে সন্তুষ্টি থাকলেও একটি আক্ষেপ থাকার কথা ২৪ বছর বয়সী এই ডানহাতির। সেটি ৩ রানের জন্য প্রথম টেস্ট সেঞ্চুরি মিসের। তবে এ বিষয়ে প্রশ্ন করলে ভিন্ন সুরই শুনিয়েছেন লুইস, ‘এই ম্যাচে আরও একটা ইনিংস বাকি আছে। আশা করি পরের ইনিংসেই তিন অঙ্ক পেয়ে যাব।’