অনুশীলনে পাওয়া চোটে ভারত–সিরিজ মিস শরীফুল ইসলামের
অনুশীলনে পাওয়া চোটে ভারত–সিরিজ মিস শরীফুল ইসলামের

ভারত সিরিজ শেষ শরীফুলের

হ্যামস্ট্রিংয়ের চোটে ভারত সিরিজ থেকে ছিটকে পড়েছেন শরীফুল ইসলাম। সুস্থ হতে যে সময় লাগবে, তাতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না এই বাঁহাতি পেসারের। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আজ সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটফিল্ডে ফিল্ডিং অনুশীলনের সময় পায়ে ব্যথা পেয়েছিলেন এই বাঁহাতি পেসার। পরে ফিজিও বায়েজিদুল ইসলাম ও ট্রেনার নিক লির কাঁধে ভর করে মাঠ ছাড়েন এই বাঁহাতি পেসার।

চট্টগ্রাম টেস্টের একাদশে ছিলেন না শরীফুল। দুই পেসার হিসেবে একাদশে আছেন খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। শরীফুল সর্বশেষ টেস্ট খেলেছেন গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ায়।

ফিজিও বায়েজিদুল ইসলাম ও ট্রেনার নিক লির কাঁধে ভর করে মাঠ ছাড়েন শরীফুল ইসলাম

বাংলাদেশের হয়ে তাঁর সর্বশেষ ম্যাচ ছিল গত মাসে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে।

ভারতের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ শরীফুলকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছিল। পরে তাসকিন আহমেদের চোটের কারণে শরীফুলকে দলে নেওয়া হয়।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিনি কোনো ম্যাচ খেলেননি। দেশের হয়ে শরীফুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত আগস্টে, জিম্বাবুয়ে সফরে।