ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। বৃহস্পতিবার থেকে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ওয়ার্নারের মতো এই সিরিজে থাকছেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স, দুই পেসার জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক এবং দুই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শ। বিশ্বকাপ শেষেই তাঁরা বাড়ির পথ ধরেছেন।
ওয়ার্নার আগেই ঘোষণা দিয়েছেন, ঘরের মাঠ সিডনিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলে দেবেন।
গত জুলাইয়ে তিনি বলেছিলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজে ভালো করে যদি পাকিস্তান সিরিজে সুযোগ পাই, তাহলে সেখানেই টেস্ট থেকে সরে দাঁড়াব। আমি একদম পাকাপাকি বলতে পারি, (এরপর) ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলব না।’ দেশে ফিরে নিজের বিদায়ী টেস্ট সিরিজের প্রস্তুতিটা হয়তো সেরে নিতে চাইছেন ওয়ার্নার। সে কারণে বিশ্বকাপ শেষ করেই পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ধকল নিতে চাইছেন না।
বিশ্বকাপেরে মাত্র চার দিন পর শুরু হতে যাওয়া এই সিরিজ অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ। এ সিরিজ থেকেই অস্ট্রেলিয়ার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। ভারতের বিপক্ষে এই পাঁচ ম্যাচ ছাড়া বিশ্বকাপের আগে মাত্র ছয় ম্যাচ আছে অস্ট্রেলিয়ার। ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের দুটি সিরিজ খেলবে তারা।
ভারতের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। শোনা যাচ্ছে, এ সংস্করণে অস্ট্রেলিয়ার স্থায়ী অধিনায়কত্ব পেতে পারেন অলরাউন্ডার মিচেল মার্শ। তাঁর অধীনেই সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার সফরে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।
ভারতের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও থাকছেন না। তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন আন্দ্রে বোরোভেচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতও মূল দল খেলাচ্ছে না। ভারতের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার ছাড়া বিশ্বকাপ দলে থাকা মাত্র দুজন রয়েছেন টি-টোয়েন্টি সিরিজের দলে—ঈশান কিষান ও প্রসিধ কৃষ্ণা। ভারতের বিশ্বকাপ দলের আরেক সদস্য শ্রেয়ার আইয়ার সহ–অধিনায়ক হিসেবে খেলবেন শেষ দুই টি–টোয়েন্টিতে।