নিলামে প্রদর্শন করা অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি। সিডনিতে
নিলামে প্রদর্শন করা অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি। সিডনিতে

প্রায় ৩ কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

অনেকের চোখেই সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টেস্ট টুপি আজ নিলামে আড়াই লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা) বিক্রি হয়েছে।

সংগ্রাহকদের চোখে, এটি ক্রিকেটের বিরল একখণ্ড ইতিহাস। সূর্যের তাপে রং চটে যাওয়া জীর্ণ এ টুপি প্রায় ৮০ বছরের পুরোনো। ‘পোকায় কাটা’র চিহ্নও আছে টুপিতে। অগ্রভাগে একটু ছিঁড়েও গেছে।

নিলাম প্রতিষ্ঠান বোনহ্যামস জানিয়েছে, ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরে এই টুপি পরেছিলেন ব্র্যাডম্যান। সেটি ছিল ঘরের মাঠে ব্র্যাডম্যানের শেষ টেস্ট সিরিজ।

ব্র্যাডম্যানের এই টুপি নিলামে ওঠার পর সেটির স্থায়িত্ব ছিল মাত্র ১০ মিনিট। ১ লাখ ৬০ হাজার ডলার দাম থেকে শুরু হয়েছিল নিলামের ডাক। শেষ পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ডলারে টুপিটি বিক্রি হয়ে যায়। ক্রেতার ‘প্রিমিয়াম ফি’সহ টুপিটির মোট দাম ৩ লাখ ১০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা)। ক্রেতার ‘প্রিমিয়াম প্রাইস’ হলো নিলামে স্মারকটি যে দামে বিক্রি হয়েছে, তার সঙ্গে ‘কন্ট্যাক্ট প্রাইস’-এর মিলিত অঙ্ক। কন্ট্যাক্ট প্রাইস হলো স্মারকটি যিনি সরবরাহ করছেন, চুক্তিপত্রের অধীন তাঁকে যে দাম দেওয়া হয়।

সিডনিতে বোনহ্যামসের নিলামে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপিটি এভাবে প্রদর্শন করা হয়

বোনহ্যামস জানিয়েছে, ‘এটাই একমাত্র পরিচিত ব্যাগি গ্রিন’, যা সেই সিরিজে পরেছিলেন ব্র্যাডম্যান। ৬ ইনিংসে ১৭৮.৭৫ গড়ে সেই সিরিজে ৭১৫ রান করেছিলেন টেস্টে অবিশ্বাস্য ৯৯.৯৪ ব্যাটিং গড়ের কিংবদন্তি।

টেস্ট অভিষেকের আগে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের গাঢ় সবুজ উলে বোনা এই টুপি উপহার দেওয়া হয়। এই টুপির প্রতি অস্ট্রেলিয়ান খেলোয়াড় ও সমর্থকদের সম্মানবোধ প্রবল। পরতে পরতে এই টুপির রং যত চটে যায়, সম্মানবোধও তত বাড়ে।

ব্র্যাডম্যানের আরেকটি ব্যাগি গ্রিন টুপি নিলামে তোলা হয়েছিল ২০২০ সালে। সেটি ১৯২৮ সালে তাঁর টেস্ট অভিষেকের টুপি। ২ লাখ ৯০ হাজারে ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪৭ লাখ টাকা) টুপিটি বিক্রি হয়েছিল। ২০২০ সালেই অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্ন তাঁর ব্যাগি গ্রিন টুপিটি দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য নিলামে তুলেছিলেন। সেটি সাড়ে ৬ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৭৯ লাখ টাকা) বিক্রি হয়েছিল।

ডন ব্র্যাডম্যান

৫২ টেস্টে ৮০ ইনিংসে ৬৯৯৬ রান করে অবসরে যান ব্র্যাডম্যান। তাঁর ব্যাটিং গড় ক্রিকেটের অমর সংখ্যাগুলোর একটি। ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের বিচারে ‘ভদ্রলোকের এই খেলা যাঁরা খেলেছেন, তাদের মধ্যে’ সর্বকালের সেরা। ২০০১ সালে ৯২ বছর বয়সে মারা যান ব্র্যাডম্যান।