অ্যাথলেটের ভঙ্গিতে দৌড়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন
অ্যাথলেটের ভঙ্গিতে দৌড়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন

নাজমুলদের ম্যাচ ফি বাড়ছে না, বাড়ছে বোনাস

এ বছর থেকেই তিন সংস্করণের ক্রিকেটে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ার কথা। কিন্তু আপাতত তা আর হচ্ছে না। ম্যাচ ফি বাড়ার বদলে ক্রিকেটারদের পারফরম্যান্স বোনাস বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

গত ফেব্রুয়ারি মাসে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। টেস্ট ক্রিকেটের ম্যাচ ফি ৬ লাখ থেকে ৮ লাখ টাকা, ওয়ানডের ম্যাচ ফি ৩ লাখ থেকে ৪ লাখ টাকা ও টি-টোয়েন্টির ম্যাচ ফি ২ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব ছিল ক্রিকেট পরিচালনা বিভাগের।

কিন্তু জানা গেছে বোর্ড সভাতেই বিসিবির দুই পরিচালক এ প্রস্তাবে আপত্তি জানান। ম্যাচ ফি না বাড়িয়ে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পারফরম্যান্স বোনাস বাড়ানোর প্রস্তাব দেন তাঁরা। জালাল ইউনুস প্রথম আলোকে বলেন, ‘আপাতত পারফরম্যান্স বোনাস দেওয়া হবে। ম্যাচ ফিটা নিয়ে আলোচনা হচ্ছে। একেবারেই যে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তা নয়। এখনো সেটা বিবেচনায় আছে।’

২০২০ সালে সর্বশেষ ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছিল। এর আগে টেস্ট ক্রিকেটের ম্যাচ ফি ছিল ৩ লাখ ৫০ হাজার টাকা, ওয়ানডের ২ লাখ টাকা ও টি-টোয়েন্টির ম্যাচ ফি ছিল ১ লাখ ২৫ হাজার টাকা।