ওয়ানডে সিরিজের দলে নেই ক্রেগ আরভিন
ওয়ানডে সিরিজের দলে নেই ক্রেগ আরভিন

বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ

আরভিন নেই, অধিনায়ক চাকাভা

গত জুনে জিম্বাবুয়ে তাদের সর্বশেষ ওয়ানডে সিরিজটি খেলেছে আফগানিস্তানের বিপক্ষে। দেশের মাটিতে সেই সিরিজে দলটির নেতৃত্বে ছিলেন ক্রেগ আরভিন। বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা টি-টোয়েন্টি সিরিজেও জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন তিনি।

কিন্তু বাংলাদেশের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেই নেই আরভিন। চোটের কারণে ছিটকে পড়েছেন তিনি। তাঁর জায়গায় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটসম্যান রেজিস চাকাভা।

আরভিন না থাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন রেজিস চাকাভা

ঘরের মাঠে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল জিম্বাবুয়ে। সেই সিরিজ থেকে বেশ কয়েকজন খেলোয়াড়ই বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন। বাদ পড়াদের মধ্যে আরভিন ছাড়াও আছেন ডোনাল্ড তিরিপানো, তানাকা চিভাঙ্গা, ব্লেসিং মুজারাবানিও।

দলে ফেরাদের মধ্যে উল্লেখযোগ্য নাম ওয়েলিংটন মাসাকাদজা। এ বছরের জানুয়ারির পর এই প্রথম তিনি ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন।

আগামীকাল হারারেতে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ম্যাচ আগামী রোববার এবং তৃতীয় ম্যাচ বুধবার।

ওয়ানডে সিরিজের জিম্বাবুয়ে দল: রেজিস চাকাভা (অধিনায়ক), রায়ান বার্ল, ব্র্যাডলি ইভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, টাকুদজোওয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়ঙ্গা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনাগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা ও সিকান্দার রাজা।