৯–এ নেমে ৮২ রান করেছেন আমের জামাল
৯–এ নেমে ৮২ রান করেছেন আমের জামাল

সিডনি টেস্ট

ওয়ার্নারের টেস্টে ব্যাট হাতে জামাল–হামজার অবিশ্বাস্য প্রতিরোধ

ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট। সিডনি টেস্টটা তাই অস্ট্রেলিয়া ওপেনারের ব্যাটিং দেখার শেষ উপলক্ষও। ওয়ার্নার কী করেন, সেটি দেখতে আজ ক্রিকেট–ভক্তদের চোখ ছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি)। কিন্তু টস জিতে ব্যাটিং নিয়ে তাঁদের সেই অপেক্ষা বাড়িয়ে দেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। অস্ট্রেলিয়ার বোলাররা অবশ্য চেষ্টা করেছেন ওয়ার্নারকে যতটা সম্ভব দ্রুত ব্যাটিংয়ে নামাতে। কিন্তু মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমানের পর অবিশ্বাস্য ব্যাটিংয়ে ওয়ার্নারকে দেরি করিয়ে দিয়েছে পাকিস্তানের শেষ উইকেট জুটি।

ওয়ার্নার অবশেষে ব্যাটিংয়ে নামার সুযোগ পেলেন দিনের একেবারে শেষ মুহূর্তে। দশম উইকেটে মির হামজাকে নিয়ে ৮৬ রানের অবিশ্বাস্য এক জুটি গড়ার পর আমের জামাল শেষ পর্যন্ত আউট হওয়াতেই সুযোগটা পেলেন ওয়ার্নার। মাত্র একটি ওভার খেলার সুযোগই পেয়েছে অস্ট্রেলিয়া। সেই ওভারের ৬টি বলই খেলেছেন ওয়ার্নার। প্রথম বলে চার মেরে শুরু করা ওয়ার্নার একবার আউট হওয়ার শঙ্কা জাগিয়েছিলেন। ৬ বলে ৬ রান করে ড্রেসিংরুমে ফিরেছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার রানও বিনা উইকেটে ৬।

এর আগে জামাল-হামজার প্রতিরোধে অলআউট হওয়ার আগে ৩১৩ রান করে পাকিস্তান। এই সিরিজে এই প্রথম ৩০০ পেরোল। অথচ শুরুটা কী বাজেই না হয়েছিল সফরকারীদের।

টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচের প্রথম দিনে ৬ বল খেলেছেন ওয়ার্নার

স্কোরকার্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও সায়েম আইয়ুব। পাকিস্তানের পঞ্চম ওপেনার হিসেবে টেস্ট অভিষেকে শূন্য রানে আউট হয়েছেন সায়েম।

পাকিস্তান পঞ্চম উইকেট হারায় ১০০ রান তোলার আগেই। ৩০তম ওভারে দলকে ৯৬ রানে রেখে বিদায় নেন অধিনায়ক শান মাসুদ। এরপর আগা সালমানকে নিয়ে ৯৪ রানের জুটি গড়ে প্রথম প্রতিরোধ গড়েন রিজওয়ান। ১৯০ রানে সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থেকে রিজওয়ানের বিদায়ের পর দেখতে না দেখতেই ৯ উইকেটে ২২৭ হয়ে যায় পাকিস্তান।

পরের গল্পটা আমের জামালের, যেখানে তাঁর যোগ্য সঙ্গী মির হামজা। অস্ট্রেলীয়দের হতাশ করে আর ওয়ার্নার–ভক্তদের অপেক্ষা বাড়িয়ে কী ব্যাটিংটাই না করলেন দুজন। ৯–এ নামা জামাল ব্যাট করেছেন বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মতোই। মাত্রই তৃতীয় টেস্ট খেলা এই পেসার বলের সঙ্গে পাল্লা দিয়েই তুলে নেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ফিফটি। ৯৭ বলে ৮২ রান করা জামাল মেরেছেন চারটি ছক্কাও।

৮৮ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান

অন্য পাশে হামজা দারুণ সংগত করেছেন জামালকে। প্রথম রান নিয়েছেন ২২তম বলে। জামালকে নিয়ে শেষ জুটিতে ৮৬ রান যোগ করা হামজা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৩ বলে ৭ রান করে।  টেস্টে পাকিস্তানের হয়ে শেষ উইকেটে এর চেয়ে বড় জুটি আছে মাত্র ছয়টি।  

অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট পেয়েছেন প্যাট কামিন্স। টান তিন ইনিংসে ৫ উইকেট পেলেন অস্ট্রেলিয়া অধিনায়ক।

সকালে ওয়ার্নার মাঠে আসেন বাচ্চাদের সঙ্গে নিয়ে
সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ১ম ইনিংস: ৭৭.১ ওভারে ৩১৩ (রিজওয়ান ৮৮, জামাল ৮২, সালমান ৫৩, মাসুদ ৩৫, বাবর ২৬; কামিন্স ৫/৬১, স্টার্ক ২/৭৫)।

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১ ওভারে ৬/০ (ওয়ার্নার ৬*, খাজা ০*)।

(১ম দিন শেষে)