কোহলি, সিরাজরা র‌্যাংকিংয়ে এগিয়েছেন
কোহলি, সিরাজরা র‌্যাংকিংয়ে এগিয়েছেন

ওয়ানডে র‍্যাঙ্কিং

সেরা পাঁচে কোহলি, ১৫ ধাপ এগিয়ে তিনে সিরাজ

সেঞ্চুরি–খরা কাটানোর পর একের পর এক নান্দনিক ইনিংস খেলে চলেছেন বিরাট কোহলি। এই তো দুই দিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেললেন ১৬৬ রানের ইনিংস। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতেও সেঞ্চুরি করেছিলেন তিনি।

দুটি তিন অঙ্কের ইনিংসের সুবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন ২৮৩ রান। যার ফলও হাতেনাতে পেয়েছেন কোহলি। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষ পাঁচে চলে এসেছেন এই ব্যাটসম্যান, আছেন ৪ নম্বরে। কোহলির সতীর্থ মোহাম্মদ সিরাজ বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩ নম্বরে।

আইসিসির এই সপ্তাহের হালনাগাদে প্রভাব ফেলেছে ভারত– শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ও পাকিস্তান–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। ব্যাটসম্যানদের ৪ নম্বরে থাকা কোহলির রেটিং ৭৫০।

দুই নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডুসেন (৭৬৬) ও তিন নম্বরে থাকা থাকা কুইন্টন ডি ককের (৭৫৯) রেটিং কোহলির চেয়ে খুব বেশি নয়। তবে শীর্ষে থাকা বাবর আজম ৮৮৭ পয়েন্ট নিয়ে নিরাপদ দূরত্বেই আছেন। কোহলির আরেক সতীর্থ শুবমান গিলও এগিয়েছেন। শ্রীলঙ্কা সিরিজে ৬৯ গড়ে ২০৭ রানের ফল হিসেবে এগিয়েছেন ১০ ধাপ, অবস্থান করছেন ২৬ নম্বরে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ১৬৬ রানের ইনিংস খেলেছিলেন কোহলি

লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন সিরাজ। ক্যারিয়ার সেরা ৬৮৫ রেটিং নিয়ে সিরাজের অবস্থান এখন তিন নম্বরে। সিরাজ সেরা তিনে উঠে আসায় এক ধাপ করে পিছিয়ে গেছেন মিচেল স্টার্ক, রশিদ খান ও অ্যাডাম জামপা। বাংলাদেশের সাকিব ও মোস্তাফিজ যথাক্রমে ৭ ও ১০ নম্বরে। বোলারদের শীর্ষ দুটি স্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট (৭৩০) ও অস্ট্রেলিয়ার যশ হ্যাজলউড (৭২৭)।

পাাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৬৪ রান করেছিলেন কেইন উইলিয়াসন। তিন ধাপ এগিয়ে উইলিয়ামসনের জায়গা এখন আট নম্বরে। ডেভন কনওয়ে পাকিস্তান সিরিজ শুরু হওযার আগে আইসিসির ওয়ানডে ব্যাটসম্যান র‌্যাংকিংয়ের ১০০ নম্বরের মধ্যেও ছিলেন না।

৩ ম্যাচের সিরিজে এক ফিফটি ও ১ সেঞ্চুরিতে এখন তাঁর অবস্থান ৫০তম। নিউজিল্যান্ড সিরিজে ছয় উইকেট নিয়ে বোলারদের র‌্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়েছেন স্পিনার মোহাম্মদ নওয়াজ।

অলরাউন্ডার বিভাগে এক নম্বর স্থান বজায় আছে সাকিব আল হাসানের। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি–টোয়েন্টিরও শীর্ষে আছেন তিনি।