ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন শামীম হোসেন
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন শামীম হোসেন

মুশফিক-তাসকিনকে নিয়ে শঙ্কা, ওয়ানডের দলে শামীম

প্রথম সুখবরটা পেয়েছেন গতকাল রাতে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলে সুযোগ পেয়েছেন শামীম হোসেন। আজ আরও একটা সুখবর পেলেন এই বাঁহাতি। তাঁকে নেওয়া হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের দলেও।

তবে শামীম দলে এসেছেন ‘ব্যাকআপ’ হিসেবে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যক্তিগত অনুশীলনের সময় আঙুলে চোট পান মুশফিকুর রহিম। দলীয় সূত্র অবশ্য বলছে, মুশফিকের চোট গুরুতর নয়।

ওদিকে হ্যামস্ট্রিংয়ে সমস্যা বোধ করছেন পেসার তাসকিন আহমেদ। তবে টিম ম্যানেজমেন্ট আশাবাদী, দুজনই আগামীকাল একাদশে থাকবেন। তবু বদলি ফিল্ডার হিসেবে কাউকে দরকার হতে পারে। সে জন্যই শামীমকে দলে ডাকা।

আজ ব্যক্তিগত অনুশীলনের সময় চোট পান মুশফিক

আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ইংল্যান্ড মুখোমুখি হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। ৬ মার্চ তৃতীয় ম্যাচের জন্য দুই দল পরশু যাবে চট্টগ্রামে।

ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামেই হবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুই ম্যাচ মিরপুরে।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়, শামীম হোসেন।