পাকিস্তান দল কি এখন একটু এলোমেলো? বাবর আজম নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক করা হয়েছে শান মাসুদকে। তাঁর সঙ্গে বাবরের সম্পর্ক সুবিধার নয়, এমন গুঞ্জনও প্রচলিত আছে। অন্যদিকে পাকিস্তানের নতুন ক্রিকেট পরিচালক ও প্রধান কোচের ভূমিকা পেয়েছেন মোহাম্মদ হাফিজ। অস্ট্রেলিয়ার মতো কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে তাদেরই মাটিতে সিরিজ খেলার আগে এটা কি কোনো প্রভাব ফেলবে না দলের পারফরম্যান্সে?
পাকিস্তান দলের উইকেটকিপার সরফরাজ আহমেদ অবশ্য এটাকে কোনো সমস্যা মনে করছেন না। হাফিজ, বাবর ও মাসুদের পারস্পরিক সম্পর্ক খুব ভালো বলেই মনে করেন তিনি। সরফরাজের কথা, পরিবর্তনের মধ্য দিয়ে গেলেও এই তিনজনের রসায়নই বোঝায় পাকিস্তান দলের বন্ধনটা খুব শক্ত।
আগামী পরশু ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফর। এরপর ৩ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু ১৪ ডিসেম্বর পার্থে। এই সিরিজের আগে দলে একে অপরের সম্পর্ক নিয়ে সরফরাজ বলেছেন, ‘আপনার দেশকে নেতৃত্ব দিতে পারাটা সব সময়ই সম্মানের। আমি শান মাসুদকে অভিনন্দন জানাতে চাই। বাবর আজম, মোহাম্মদ হাফিজ ও শান মাসুদের পারস্পরিক সম্পর্কই আমাদের দলের বন্ধনটা কত দৃঢ়, তা বোঝায়।’
সরফরাজ এবারের অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দল নিয়ে খুব খুশি, ‘অস্ট্রেলিয়ার ভালো ব্যাটসম্যান আছে। কিন্তু আমরাও কম নই। আবদুল্লাহ, বাবর, ইমাম (উল-হক), সৌদ (শাকিল) আর (সালমান) আগার মতো ব্যাটসম্যান আছে আমাদের। চ্যালেঞ্জ জানানোর মতো সামর্থ্য আমাদের যথেষ্ট আছে।’
নিজেদের বোলিং নিয়ে সরফরাজ বলেছেন, ‘শাহিন (শাহ আফ্রিদি) ও হাসান (আলী) অসাধারণ। এ ছাড়া আমাদের মির হামজা, খুররম শেহজাদ ও ফাহিম (আশরাফ) আছে।’