দলে নেই লিটন দাস
দলে নেই লিটন দাস

আজও কলকাতায় নেই লিটন, মুম্বাইয়ে অভিষেক অর্জুন টেন্ডুলকারের

জেসন রয় ও লিটন দাস যোগ দেওয়ার পর থেকেই বেশ সরব কলকাতা নাইট রাইডার্সের সামাজিক যোগাযোগমাধ্যম। তবে এ দুজনের কাউকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না মাঠে।

আজ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ওয়াঙ্খেড়ের ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স। ফলে কলকাতার হয়ে মাঠের নামার অপেক্ষা বাড়ছে বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটনের।

ওপেনিংয়ে আফগান ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজের ওপরই ভরসা রাখছে কলকাতা। আগের ২ ম্যাচে ০ ও ১৫ রান করলেও আস্থাটা তাঁর ওপরই। এ ছাড়া বিদেশী ক্রিকেটার হিসেবে আগের মতোই আছেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও লকি ফার্গুসন। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২২৯ রানের লক্ষ্যে ২০৫ রানেই থেমেছিল কলকাতা। নিতীশ রানা ও রিংকু সিংয়ের ঝোড়ো ইনিংসও যথেষ্ট হয়নি তাদের। এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে কলকাতা।

অভিষেক হচ্ছে ভারত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের

অন্যদিকে আজ মুম্বাইয়ের হয়ে অভিষেক হচ্ছে ভারত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৩ বছর বয়সী এ বাঁহাতি এখন পর্যন্ত খেলেছেন ৯টি ম্যাচ। আইপিএলে এই প্রথম বাবা-ছেলের খেলার কীর্তি হলো।

আজ অবশ্য নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে পাচ্ছে না মুম্বাই। তাঁর বদলে টস করতে আসা সূর্যকুমার যাদব জানিয়েছেন, রোহিত পেটের পীড়ায় ভুগছেন।

কলকাতা একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, এন জগদীসান, নিতীশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী।

মুম্বাই একাদশ

ক্যামেরন গ্রিন, ঈশান কিষাণ (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), টিম ডেভিড, নেহাল বাধেরা, অর্জুন টেন্ডুলকার, হৃত্বিক শোকিন, পীযুশ চাওলা, ডুয়ান ইয়ানসেন, রাইলি মেরেডিথ।