লাহোরে অবস্থিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের কার্যালয়
লাহোরে অবস্থিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের কার্যালয়

পাকিস্তান ক্রিকেট: যে নাটকের শুরু আছে, শেষ নেই

নিবার্চক কমিটি থেকে কোচিং স্টাফ, দলের অধিনায়ক থেকে বোর্ডের চেয়ারম্যান—ক্রীড়াঙ্গনে সবচেয়ে ক্ষণস্থায়ী চাকরিগুলোর সংক্ষিপ্ত তালিকা করলে পাকিস্তান ক্রিকেটের এসব পদ নিশ্চিতভাবেই থাকার কথা।

দেশটির ক্রিকেটে প্রতিনিয়ত এমন রদবদলের খেলাকে কেউ কেউ বলে থাকেন ‘সার্কাস’। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট যতগুলো আলোচিত ঘটনার জন্ম দিয়েছে, তা টেস্ট খেলুড়ে বাকি দলগুলো মিলেও দিয়েছে কি না সন্দেহ।

সর্বশেষ পরশু রাতে সাদা বলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বাবর আজম। গত ১২ মাসে পাকিস্তান ক্রিকেটে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো নিয়েই এ আয়োজন। সময়রেখা অনুযায়ী তুলে ধরা এসব ঘটনা দেখে ক্রিকেটপ্রেমীদের মনে হতে পারে পাকিস্তান ক্রিকেট মানেই যেন ‘নেভার এন্ডিং ড্রামা’!

৩০ অক্টোবর ২০২৩ ➢ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীনই বাবর আজমের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস করেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ।

বাবর আজমের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস করেন পিসিবির সাবেক চেয়ারম্যান জাকা আশরাফ

৩০ অক্টোবর ২০২৩ ➢ জাতীয় দলের প্রধান নির্বাচক ও জুনিয়র নির্বাচক কমিটির পদ থেকে ইনজামাম–উল–হকের পদত্যাগ।

১৩ নভেম্বর ২০২৩ ➢ পাকিস্তানের পেস বোলিং কোচ মরনে মরকেলের পদত্যাগ।

১৫ নভেম্বর ২০২৩ ➢ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর দেশে ফিরে তিন সংস্করণেরই অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম।

১৫ নভেম্বর ২০২৩ ➢ শাহিন আফ্রিদিকে পাকিস্তান দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ও শান মাসুদকে নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা পিসিবির।

১৫ নভেম্বর ২০২৩ ➢ পাকিস্তান ক্রিকেটের পরিচালক পদে মোহাম্মদ হাফিজকে নিয়োগ।

মোহাম্মদ হাফিজকে বড় দুই দায়িত্ব দেওয়া হয়েছিল

১৬ নভেম্বর ২০২৩ ➢ পরিচালকের পাশাপাশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে মোহাম্মদ হাফিজকে পাকিস্তানের প্রধান কোচ ঘোষণা।

১৭ নভেম্বর ২০২৩ ➢ পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে ওয়াহাব রিয়াজকে নিয়োগ।

২১ নভেম্বর ২০২৩ ➢ উমর গুলকে পেস বোলিং ও সাঈদ আজমলকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ।

২৪ নভেম্বর ২০২৩ ➢ আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকিস্তানের স্পিন বোলিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের অবসরের ঘোষণা

১ ডিসেম্বর ২০২৩ ➢ প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের পরামর্শক হিসেবে কামরান আকমল, রাও ইফতিখার আনজুম ও সালমান বাটকে নিয়োগ।

৩ ডিসেম্বর ২০২৩ ➢ সমালোচনার মুখে নিয়োগের এক দিন পরই সালমান বাটকে প্রধান নির্বাচকের পরামর্শকের পদ থেকে অপসারণ।

৮ জানুয়ারি ২০২৪ ➢ পাকিস্তানের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নের পদত্যাগ।

১৮ জানুয়ারি ২০২৪ ➢ পাকিস্তান দলের পরিচালক মিকি আর্থার ও ব্যাটিং কোচ অ্যান্ডু পাটিকের পদত্যাগ।

১৯ জানুয়ারি ২০২৪ ➢ পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের পদত্যাগ।

বিপিএল না খেলেই বাংলাদেশ ছাড়তে হয়েছে মোহাম্মদ হারিসকে

২১ জানুয়ারি ২০২৪ ➢ পিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় বিপিএল না খেলেই বাংলাদেশ ছাড়তে হয় পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হারিসকে।

২৪ জানুয়ারি ২০২৪ ➢ পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ খাওয়ারকে নিয়োগ।

৬ ফেব্রুয়ারি ২০২৪ ➢ পিসিবি পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন সৈয়দ মহসিন রাজা নাকভি।

পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি

১৫ ফেব্রুয়ারি ২০২৪ ➢ পাকিস্তান ক্রিকেটের পরিচালকের পদ থেকে মোহাম্মদ হাফিজকে বরখাস্ত।

১৫ ফেব্রুয়ারি ২০২৪ ➢ টেস্ট খেলতে না চাওয়ায় ফাস্ট বোলার হারিস রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল।

২৩ মার্চ ২০২৪ ➢ অবসর ভেঙে পাকিস্তান দলে ফেরার ঘোষণা ইমাদ ওয়াসিমের।

২৪ মার্চ ২০২৪ ➢ পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফেরানো হয় হারিস রউফকে।

২৪ মার্চ ২০২৪ ➢ পাকিস্তানের নির্বাচক কমিটিতে আবদুর রাজ্জাক, মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে নিয়োগ।

অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরেছেন মোহাম্মদ আমির

২৪ মার্চ ২০২৪ ➢ অবসর ভেঙে পাকিস্তান দলে ফেরার ঘোষণা মোহাম্মদ আমিরের।

৩১ মার্চ ২০২৪ ➢ পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে বাবর আজমের ফেরা।

৫ এপ্রিল ২০২৪ ➢ সংযুক্ত আরব আমিরাতকে বাদ দিয়ে পাকিস্তানের হয়ে খেলতে চাওয়ায় উসমান খানকে ৫ বছরের নিষেধাজ্ঞা আমিরাত ক্রিকেট বোর্ডের।

২৮ এপ্রিল ২০২৪ ➢ গ্যারি কারস্টেনকে সাদা বলের ও জেসন গিলেস্পিকে লাল বলের প্রধান কোচ হিসেবে নিয়োগ।

২৫ মে ২০২৪ ➢ টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন শাহিন আফ্রিদি।

৬ জুন ২০২৪ ➢ টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ।

২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান

১৪ জুন ২০২৪ ➢ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বিদায়।

১৮ জুন ২০২৪ ➢ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে হাতাহাতিতে জড়ানোর পর সপক্ষে হারিস রউফের বিবৃতি।

১০ জুলাই ২০২৪ ➢ পাকিস্তান দলের নির্বাচক কমিটি থেকে ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে বরখাস্ত।

১২ জুলাই ২০২৪ ➢ আগের কমিটির দুজন মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে বহাল রেখে ৪ সদস্যের নতুন নির্বাচক কমিটি ঘোষণা পিসিবির।

পাকিস্তানকে ধবলধোলাই করার পর সিরিজের ট্রফি সামনে রেখে বাংলাদেশ দলের উচ্ছ্বাস

৩ সেপ্টেম্বর ২০২৪ ➢ টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদেরই মাটিতে ধবলধোলাই বাংলাদেশের।

৭ সেপ্টেম্বর ২০২৪ ➢ দল গঠন বা অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না বলে জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

২৯ সেপ্টেম্বর ২০২৪ ➢ ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তান দলের নির্বাচকের পদ থেকে মোহাম্মদ ইউসুফের পদত্যাগ।

আবারও পাকিস্তানের নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম

১ অক্টোবর ২০২৪ ➢ ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে বাবর আজমের পদত্যাগ।

পাকিস্তান ক্রিকেটের ঘটনাবহুল এই অধ্যায় সহসা শেষ হচ্ছে না, তা নিশ্চিত করে বলাই যায়। বাবর সাদা বলের নেতৃত্ব ছাড়ায় শিগগিরই হয়তো নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে পিসিবি। সেটা নিয়ে না জানি কত নাটক হয়!