পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্বে ফিলিপাইনকে ১০০ রানে হারিয়ে আগামী বছর টি–টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে পাপুয়া নিউগিনি। আজ পোর্ট মোরসেবির আমিনি পার্কে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২২৯ রান তুলেছিল স্বাগতিকেরা। তাড়া করতে নেমে ৭ উইকেটে ১২৯ রানে থেমেছে ফিলিপাইন।
ফেবারিট হিসেবেই পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্বে পা রেখেছিল পাপুয়া নিউগিনি। মাঠের পারফরম্যান্সেও তার ছাপ রেখেছে তারা। এ পর্যন্ত খেলা ৫ ম্যাচের সব কটিতেই জিতেছে। ভানুয়াতু ও ফিলিপাইনের বিপক্ষে জিতেছে দুবার। জাপানের বিপক্ষে জিতেছে অন্য ম্যাচটি।
৫ ম্যাচে ১০ পয়েন্ট হয়ে যাওয়ায় এক ম্যাচ হাতে রেখেই টি–টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করল দলটি। কাল জাপানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে পাপুয়া নিউগিনি। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই অঞ্চলের বাছাইপর্ব টেবিলে দ্বিতীয় জাপান। ২ পয়েন্ট করে পেয়েছে ভানুয়াতু ও ফিলিপাইন।
ফিলিপাইনের বিপক্ষে আজকের ম্যাচে ৩৯ বলে ৫৯ রান করেন পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা। ২৭ বলে ৫৩ রান করেন চার্লস আমিনি। তাড়া করতে নেমে ফিলিপাইন প্রথম ১০ ওভারে ৫০ রানও পেরোতে না পারায় জয়ের পথচ্যুত হয় আগেই। পুরো ২০ ওভার খেলেও তাই জয় আসেনি।
বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভানুয়াতুর বিপক্ষে মাত্র ৬.৩ ওভারে ৯ উইকেটে জিতেছিল পাপুয়া নিউগিনি। পরের ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে আগে ব্যাট করে ১৬২ রান তুলেছিল দলটি। এরপর কাবুয়া মোরেরা বল হাতে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে ফিলিপাইনকে মাত্র ৪৫ রানে অলআউট করেন। তৃতীয় ম্যাচে জাপানকে ৬ উইকেটে হারানোর পর ভানুয়াতুর বিপক্ষে ৩৯ রানে জেতে পাপুয়া নিউগিনি। এর আগে ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে দলটি। কিন্তু ওয়ানডে বিশ্বকাপে কখনো খেলার সুযোগ পায়নি।