সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। চট্টগ্রাম টেস্ট শেষে তোলা এ ছবিই যেন বলে দিছে সেটি।
সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের।  চট্টগ্রাম টেস্ট শেষে তোলা এ ছবিই যেন বলে দিছে সেটি।

লিটন যে কারণে আবাহনীর একাদশে ছিলেন না

সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। জাতীয় দলে আছেন রানখরায়, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রিমিয়ার লিগে এক ম্যাচ খেলেও রানের দেখা পাননি। সিরিজ শেষে জাতীয় দলের অন্য ক্রিকেটাররা যখন যাঁর যাঁর দলের হয়ে আজ লিগ খেলতে নেমেছেন, লিটন তখন ছুটি নিয়েছেন তাঁর ক্লাব আবাহনীর কাছ থেকে।

লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগে ফিরেছেন নাজমুল হোসেন ও শরীফুল ইসলাম। টেস্ট দলে ছিলেন না বলে তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, তানজিম হাসান, জাকের আলীরা খেলছেন আগে থেকেই। কিন্তু উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন আজ ছিলেন না লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আবাহনীর একাদশে।

এ ব্যাপারে জানতে চাইলে আবাহনীর ম্যানেজার শেখ মামুন কাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘লিটন বিশ্রাম চেয়েছে। ঈদের পর দলের সঙ্গে যোগ দেবে। আশা করছি, সুপার লিগ থেকে আমরা তাকে পাব।’

আজ প্রিমিয়ার লিগে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে দুই অঙ্কের ঘরেও (০, ৭) যেতে পারেননি লিটন। অন্য ম্যাচে করেছেন ৩৬ রান। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে আউট হয়েছেন ০ রানে। পরে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকে তাঁকে বাদ দেয় গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি।

প্রধান নির্বাচক গাজী আশরাফ তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলে রানে ফেরার পরামর্শ দিয়েছিলেন। লিটন ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন ঠিকই, লিগে এক ম্যাচ খেলে আউট হয়েছেন ১৯ বলে ৫ রান করে। রানখরা থেকে বের হতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও। সিলেট ও চট্টগ্রাম টেস্টের ৪ ইনিংসে তাঁর রান ২৫, ০, ৪ ও ৩৮।

প্রিমিয়ার লিগের পরপরই আছে জিম্বাবুয়ে সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী ৩ মে থেকে বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। তার আগে ১৮ এপ্রিল মিরপুরে বিশ্বকাপের পরিকল্পনায় থাকা ক্রিকেটারদের ফিটনেসের পরীক্ষা হবে। ২২ এপ্রিল থেকে চট্টগ্রামে সিরিজের প্রস্তুতি শুরু হওয়ার কথা।