পাকিস্তান ক্রিকেট যেন অস্থিরতার সমার্থক। দেশটির ক্রিকেটের খুব বেশি দিন শান্তিতে থাকার নজির পাওয়া বেশ কঠিনই হবে। দেশটির ক্রিকেট বোর্ডে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে রমিজ রাজাকে বিদায় করে নাজাম শেঠি আবার পিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর।
মসনদ বদলানোর পর দুই পক্ষই একে অপরকে আক্রমণ করে চলেছে। রমিজের সময় উপেক্ষিত ক্রিকেটাররাও ভিড়েছেন তাঁর বিপক্ষে। আর এ তালিকায় অন্যতম নাম মোহাম্মদ আমির। পাকিস্তানি এ পেসার এবার দাবি করেছেন, রমিজ নিজের সময়ে কথা বলা ছাড়া কোনো কাজই করেননি। এ সময় নাজাম শেঠির বেশ প্রশংসাও করেছেন আমির।
পাকিস্তানের সামা টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে রমিজকে একহাত নিয়ে আমির বলেছেন, ‘সে (রমিজ) বলছে, তারা (নাজাম শেঠিরা) যেভাবে এসেছে, তাতে আক্রান্ত বোধ করেছে। তবে আমার মনে হয়, আগের সরকার আপনাকে যেমন এনেছে, তেমনই নতুন সরকার তাদের এনেছে।’
রমিজের কাজের সঙ্গে নাজাম শেঠির কাজের তুলনা করে আমির আরও বলেছেন, ‘নাজাম শেঠি শান্তভাবেই নিজের পদ ছেড়ে দিয়েছিলেন। তিনি কারও ওপর আঙুল তোলেননি, টাকা নিয়ে টিভিতে সাক্ষাৎকারও দেননি। আপনি যদি তাঁর অর্জনের কথা চিন্তা করেন, তবে অনেক কিছুই পাবেন। ২০১৫-১৬ সালে জিম্বাবুয়ে যখন প্রথম সফরে আসে, তখন তিনি দায়িত্বে ছিলেন। কেউ যখন পিএসএল কিনতে রাজি ছিল না, তিনি এটার কার্যকারিতা নিশ্চিত করেছেন। এই তালিকা শেষ হওয়ার নয়, তিনিও টিভিতে এসে কাঁদতে পারতেন।’
রমিজ কাজের চেয়ে কথা বেশি বলেছেন উল্লেখ করে আমির বলেছেন, ‘কথা বেশি বলা ছাড়া সে কিন্তু কিছুই করেনি। ২০১৯-২২ সাল পর্যন্ত যে ক্ষতি রমিজ করেছে, আমার ধারণা, তা ঠিক করতে নাজাম শেঠির অনেক কাজ করতে হবে।’
এর আগে নাজামও আমিরের জন্য ইতিবাচক সংকেত দিয়ে রেখেছেন। পিসিবির নতুন সভাপতি বলেছিলেন, ‘রমিজ রাজা মনে করেন, কেউ দুর্নীতি করলে তাকে পাকিস্তান ক্রিকেটে সুযোগ দেওয়া উচিত হবে না। আমার মত তেমন নয়। আমার মনে হয়, যথেষ্ট শাস্তি ভোগ করার পর তাকে ফেরার সুযোগ দেওয়া উচিত।’