ইংল্যান্ড সিরিজ শেষ নাসিম শাহর
ইংল্যান্ড সিরিজ শেষ নাসিম শাহর

করোনায় আক্রান্ত নাসিমের ইংল্যান্ড সিরিজ শেষ, অনিশ্চিত বিশ্বকাপও

আগের দিন বলা হয়েছিল, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন নাসিম শাহ। এবার জানা গেল, পাকিস্তান ফাস্ট বোলার আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসেও। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আর খেলতে পারবেন না তিনি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়েও অনিশ্চয়তা বাড়ল তাঁর।

এ সিরিজে পাকিস্তান দলের দ্বিতীয় সদস্য হিসেবে করোনা আক্রান্ত হলেন নাসিম। এর আগে আক্রান্ত হয়েছিলেন একজন সাপোর্ট স্টাফ, যদিও তাঁর নাম প্রকাশ করা হয়নি। তবে দলের সঙ্গে স্টেডিয়ামে যাননি তিনি।

গতকাল লাহোরে সিরিজের পঞ্চম ম্যাচে খেলার কথা থাকলেও নিউমোনিয়া ধরা পড়ায় নাসিমকে নিয়ে ছুটতে হয়েছিল হাসপাতালে। পিসিবি জানায়, তাদের চিকিৎসক দল নাসিমের অবস্থা পর্যবেক্ষণ করছে। তখনো ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাওয়ার ব্যাপারে কিছু নিশ্চিত করেনি পিসিবি। তবে দুটি ম্যাচ বাকি থাকতে করোনাভাইরাস ধরা পড়ায় কার্যত এ সিরিজ শেষ নাসিমের।

বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়লেন নাসিম শাহ

এ ফাস্ট বোলার শেষ পর্যন্ত নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও এরপর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেটি নিয়েও বড় সংশয়ই তৈরি হলো তাতে।

বাংলাদেশ ও স্বাগতিকদের নিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য আগামী ৩ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে পাকিস্তান দল। ৭ অক্টোবর শুরু হবে সিরিজটি। এরপর অস্ট্রেলিয়া গিয়ে তাদের দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা আছে। ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে পাকিস্তানের।

শেষ পর্যন্ত নাসিমকে না পেলে সেটি বড়সড় এক ধাক্কাই হবে পাকিস্তানের জন্য। শাহিন শাহ আফ্রিদির অনুপস্থিতিতে পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম বড় অস্ত্র তিনি। এশিয়া কাপের পুরোটা খেললেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে অবশ্য শুধু প্রথম ম্যাচটি খেলেন তিনি।

আফ্রিদি লন্ডনে নিজের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। বিশ্বকাপের দলেও রাখা হয়েছে তাঁকে।