নেদারল্যান্ডসের বিপক্ষেও ভালো খেলতে না পারার হতাশা প্রকাশ করেছেন সাকিব
নেদারল্যান্ডসের বিপক্ষেও ভালো খেলতে না পারার হতাশা প্রকাশ করেছেন সাকিব

তামিম–বিতর্ক নিয়ে যা বললেন সাকিব

ইডেন গার্ডেনে সংবাদ সম্মেলন শুরুর আগে টেবিলে রাখা স্পনসরদের একটি পানির বোতল নিয়ে কয়েক ঢোক পানি খেলেন সাকিব আল হাসান। শান্ত কিন্তু গম্ভীর মুখটা দেখেই বোঝা যাচ্ছিল, কিছু কড়া প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

প্রশ্নোত্তরের মাঝে সাকিব আরও একবার পানির বোতল হাতে নিয়ে তৃষ্ণা মেটান। গলা শুকিয়ে আসাটাই স্বাভাবিক। মাঠে কিছুক্ষণ আগেই নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে জেতার পর টানা ৫ ম্যাচে হার। এর মধ্যে আজ নেদারল্যান্ডসের কাছে হারের লজ্জাটা একটু বেশিই। সংবাদ সম্মেলনে তাই বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি নিয়েই কথা উঠে গেল। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে তামিম ইকবালকে নিয়েও বেশ বিতর্কের মধ্য দিয়ে গিয়েছেন অধিনায়ক সাকিব। বিশ্বকাপ স্কোয়াডে তামিমের জায়গা না পাওয়া এবং তামিমকে নিয়ে সাকিবের বিতর্কিত একটি সাক্ষাৎকার আলোচনা–সমালোচনার আগুনে ঘি ঢেলেছিল।

বিশ্বকাপের আগে বিতর্ক হয়েছে তামিম ও সাকিবকে নিয়ে

সাকিবের কাছে তাই জানতে চাওয়া হলো, বিশ্বকাপের আগে তামিম ইস্যু দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কি না? সাকিব সম্ভাবনাটা একেবারে নাকচ করে দেননি, ‘ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু না। ব্যক্তি বিশেষের মনের ভেতর কী আছে, এটা বলা মুশকিল। আপনি যেটা বলছেন সেটায় আমি অসম্মতি জানাচ্ছি না। ফেলতেই পারে।’

সাকিব স্বীকার করেছেন বিশ্বকাপে ভালো করতে যেমন প্রস্তুতি দরকার, সেটি নিয়ে ভারতে যেতে পারেনি বাংলাদেশ দল, ‘আমাদের প্রস্তুতির অনেক ঘাটতি ছিল। কিন্তু এখন আসলে এই অজুহাতগুলো দিয়ে খুব বেশি লাভ হবে না। কিন্তু আমরা অবশ্যই আন্ডার প্রিপেয়ার্ড ছিলাম।’

১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ খেলে বাংলাদেশ। গত ২৪ বছরে ৭টি বিশ্বকাপ খেলেও কখনো সেমিফাইনালে ওঠা হয়নি। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলাই সর্বোচ্চ সাফল্য। সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, কী করলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা সম্ভব।

সাকিব নিজেও ব্যাটিংয়ে ভালো করতে পারছেন না

বাংলাদেশ অধিনায়কের উত্তর, ‘এটা তো বলা মুশকিল। আপনি ভুল মানুষকে হয়তো প্রশ্ন করেছেন। আমার জায়গা থেকে যদি আমি বলি, অনেক কিছু পরিবর্তন করলে হয়তো বদলাবে। কিন্তু এখন আসলে এগুলো বলার সময় নয়। এটা অবশ্যই হতাশার। আমাদের মানুষেরা যেভাবে ক্রিকেট পছন্দ করে, সবাই যেভাবে ক্রিকেটে মনোযোগ দেয়, আমাদের এর থেকে ভালো করা উচিত ছিল।’