বাবর আজম–ওয়াসিম আকরাম
বাবর আজম–ওয়াসিম আকরাম

অধিনায়ক বাবরের পাশে ওয়াসিম আকরাম

কদিন ধরে শোনা যাচ্ছে বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরানোর গুঞ্জন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নেতৃত্বে বদল আসার পর থেকেই মূলত চাপে পড়েন বাবর। টেস্টে পাকিস্তান দলের সাম্প্রতিক ব্যর্থতা সামনে রেখে বাবরকে সরানোর পথে হাঁটতে শুরু করে নাজাম শেঠির নেতৃত্বাধীন পিসিবি।

বাবরকে অধিনায়কত্ব থেকে সরানোর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। আকিব জাভেদ, সাঈদ আজমলদের পর এবার কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও বাবরের পাশে এসে দাঁড়িয়েছেন। নিজেকে প্রমাণের জন্য বাবরকে সময় দিতে বললেন বিশ্বকাপজয়ী এই ফাস্ট বোলার।

বাবরের সমালোচকদের ধুয়ে দিয়ে আকরাম বলেছেন, ‘এখন বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা হচ্ছে। এই কঠিন সময়ে তার কাঁধে একটি ভরসার হাত দরকার। আমাদের শত্রুর প্রয়োজন নেই, আমরা নিজেরাই যথেষ্ট। নিজেদের হাসির পাত্র বানানো বন্ধ করুন। আপনি যদি ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ কিংবা মাইক ব্রিয়ারলির পাশে বসার সুযোগ পেতেন, তবে আপনি বুঝতে পারতেন বাবর আজমের আরও দু-তিন বছর সময় আছে। সে নিজেকে সেরা অধিনায়ক হিসেবে প্রমাণ করতে পারবে।’

পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম

এ সময় শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন করলে আকরাম বলেন, ‘শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বগুণ আছে। তবে তাড়াহুড়ার প্রয়োজন নেই। সে লাহোর কালান্দার্সকে পিএসএলে চ্যাম্পিয়ন করেছে। এখন সে জাতীয় দলের অংশ।’

দেশের ফাস্ট বোলারদের পারফরম্যান্সের পতন নিয়েও কথা বলেছেন আকরাম। সর্বকালের অন্যতম সেরা এই পেসার বলেছেন, ‘যদি আপনি চার ওভারের জন্য খেলে অনেক টাকা পান, তবে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। নাসিম শাহ, হারিস রউফ এবং ওয়াসিম জুনিয়রের উচিত প্রথম শ্রেণির ক্রিকেট খেলা। পিএসএলের বাইরে তাদের অবশ্যই বছরে এক-দুটি লিগ খেলা উচিত। তবে অবশ্যই দীর্ঘ সংস্করণে। যদি আমাদের সময় থাকে, তবে আমাদের চার দিনের ম্যাচ খেলতে হবে।’