দিল্লিতে চলমান ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে আর মাঠে নামবেন না ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই ওপেনার গতকাল টেস্টের প্রথম দিনে ভারতের পেসার মোহাম্মদ সিরাজের বলে হেলমেটে আঘাত পান। ১৫ রানে আউট হওয়ার পর বিকেলে ফিল্ডিংয়ে নামেননি তিনি।
আজ ভারত ও অস্ট্রেলিয়ার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ‘কনকাশন’ সমস্যার কারণে দিল্লি টেস্টে আর মাঠে নামবেন না ওয়ার্নার। তাঁর ‘কনকাশন বদলি’ করা হয়েছে ম্যাট রেনশকে। আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১০ম ওভারে মাথার হেলমেটে আঘাত পান ওয়ার্নার। তার আগে ওয়ার্নারকে প্রচুর বাউন্সার দিয়েছেন সিরাজ। মাথায় ও কনুইয়েও আঘাত পেয়েছেন। কিন্তু ১০ম ওভারে সিরাজকে পুল করতে গিয়ে বলের গতির কাছে পরাস্ত হন এই বাঁহাতি। বল তাঁর ব্যাট ছুঁয়ে হেলমেটের গ্রিল ও বাঁ পাশের চোয়ালে আঘাত হানে।
এর আগে কনুইয়ে আঘাত পাওয়ার পর মাঠেই বেশ কিছুক্ষণ ধরে চিকিৎসকের সেবা নেন ওয়ার্নার। কিন্তু হেলমেটে আঘাত পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ওয়ার্নার ‘কনকাশন টেস্ট’ করাননি কিংবা হেলমেট পাল্টাননি।
১০ম ওভার শেষে গ্লাভস পাল্টেছেন এবং সে সময় অস্ট্রেলিয়া দলের চিকিৎসক মাঠে এসে ওয়ার্নারের সঙ্গে কথা বলেন। বল হেলমেটের কোথায় আঘাত হেনেছে, তা নিয়ে দুজন কথা বলেন। কিন্তু ডাগআউটে ফিরে যাওয়ার আগে অস্ট্রেলিয়া দলের চিকিৎসকের ওয়ার্নার এবং তাঁর হেলমেট ভালোমতো পরীক্ষা করতে দেখা যায়নি।
ওয়ার্নার এরপরও ব্যাট করে গেছেন এবং ১৬তম ওভারে মোহাম্মদ শামির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ক্রিকইনফো জানিয়েছে, সে সময় তাঁকে দেখে ‘শতভাগ’ ফিট মনে হয়নি। দিনের খেলা শেষে সন্ধ্যায় ‘কনকাশন পরীক্ষা’য় উতরে যেতে না পারায় দ্বিতীয় টেস্ট থেকে তাঁকে প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিবৃতিতে বলা হয়, ‘ইন্দোরে তৃতীয় টেস্টে ফিরতে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিধিমালা মেনে চলবেন ওয়ার্নার।’
নাগপুরে প্রথম টেস্টে ১ ও ১০ রানে আউট হয়েছিলেন ওয়ার্নার। ভারতে টেস্টে তাঁর ব্যাটিং গড় ২১.৭৮। টেস্টে ৩৬ বছর বয়সী এই ওপেনারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। রেনশ তাঁর বদলি হিসেবে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে ব্যাট করবেন। তবে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানিয়েছেন, ওয়ার্নার যেহেতু ব্যাটসম্যান, তাই তাঁর বদলি হিসেবে বল করতে পারবেন না রেনশ। নাগপুরে প্রথম টেস্টে খেলেছিলেন রেনশ। দ্বিতীয় টেস্টে ট্রাভিস হেডকে জায়গা দিতে বাদ পড়েন।
এই প্রতিবেদন লেখার সময় ভারত প্রথম ইনিংসে ব্যাটিং করছিল। রোহিত শর্মা, লোকেশ রাহুল ও চেতেশ্বর পূজারার উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৩ উইকেটে ৫৩। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল ২৬৩ রান।