গতকাল রাতের বেলাতেই সূর্য উঠেছিল রাজকোটে। সিরিজের তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে সেই সূর্যের তাপে ঝলসে গেল শ্রীলঙ্কা। সূর্যকুমার যাদবের ৫১ বলে ১১২ রানের অপরাজিত ইনিংসে ২০ ওভারে ৫ উইকেটে ২২৮ রান তুলেছিল ভারত। সেই রান তাড়ায় খুব বেশি কিছু করতে পারেননি লঙ্কানরা। ১৩৭ রানে গুটিয়ে গিয়ে হেরেছে ৯১ রানের বিশাল ব্যবধানে।
রাজকোটে সূর্যকুমার যাদবের ইনিংস আবারও ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান হিসেবে আলোচনায় এনেছে তাঁকে। কাল তাঁর স্ট্রাইক রেট ছিল ২১৯.৬। উদ্ভাবনী সব শটের পসরা সাজিয়ে বসেছিলেন তিনি। মেরেছেন ৭টি চার, ৯টি ছক্কা। সূর্যকুমার যাদবের এমন ব্যাটিংয়ে অভিভূত ক্রিকেট–বিশ্ব। আন্তর্জাতিক অভিষেকটা হতে হতে বয়স ৩১ হয়ে গেছে। কিন্তু সূর্যকুমারের ব্যাটে তারপরও কী অসম্ভব ধার!
ম্যাচ শেষে টেলিভিশন সম্প্রচারকদের হয়ে নিজের শিষ্যের সাক্ষাৎকার নিতে দাঁড়িয়ে মুগ্ধতা ঝরে পড়ল রাহুল দ্রাবিড়ের কথায়ও। কিছুটা মজা করেই তিনি সূর্যকে জিজ্ঞেস করলেন, ‘তুমি নিশ্চয়ই আমার ব্যাটিং দেখনি।’
নিজের ব্যাটিংয়ের সঙ্গেই সূর্যকুমারের ব্যাটিংয়ের মজার তুলনা আনতে গিয়ে এমনটা জিজ্ঞেস করেছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। নিজের সময় পরিশুদ্ধ ব্যাটিংয়ের উদাহরণ ছিলেন দ্রাবিড়। তাঁর স্থিতধী ব্যাটিং তাঁকে দিয়েছিল ‘দ্য ওয়াল’ তকমা। ব্যাকরণ মেনে কীভাবে রান করা যায়, সেটি দেখিয়ে গেছেন।
কিন্তু সূর্যকুমারের ব্যাটিংয়ের সঙ্গে দ্রাবিড়ের ব্যাটিংয়ের পার্থক্যটা আকাশ–পাতালই। সাক্ষাৎকারে সেই প্রসঙ্গই টানলেন ভারতীয় কোচ, ‘এমন একজনের সঙ্গে দাঁড়িয়ে থাকতে পেরে খুব ভালো লাগছে। সূর্য তুমি নিশ্চয়ই আমার ব্যাটিং দেখনি।’ সূর্যকুমার অবশ্য বলেছেন, ‘আমি দেখেছি।’ দ্রাবিড় হাসতে হাসতে বললেন, ‘আমি আশা করছি, তুমি দেখনি।’
কাল রাজকোটে অদ্ভুত সব শট খেলেছেন সূর্যকুমার। তাঁর ব্যাটিং দেখে খোদ ভারতীয় দলেরই অনেক বোলার রীতিমতো স্বস্তির নিশ্বাস ফেলেছেন—ভাগ্যিস সূর্যকুমারের বিপক্ষে তাঁদের খেলতে হয় না। আইপিএল অবশ্য ভিন্ন প্রসঙ্গ, সেখানে সূর্যকুমারের মুখোমুখি হতে হবে অনেককেই।
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন সূর্যকুমার। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই শর বেশি স্ট্রাইক রেটে শতরান করার কীর্তি তাঁর। একই সঙ্গে ভারতীয় ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টির একটি নির্দিষ্ট ইনিংসে (ন্যূনতম ৫০ বল খেলা) সর্বোচ্চ স্ট্রাইক রেটে নিজের রেকর্ড ভেঙেছেন তিনি। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭.৬৪ স্ট্রাইক রেটে শতরান করেছিলেন সূর্য। গত বছরই ইংল্যান্ডের বিপক্ষে আরও একটি শতরান করেছিলেন ২১২.৭২ স্ট্রাইক রেটে।
শুধু তা–ই নয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই শতরানের সুবাদে একাধিক রেকর্ড গড়েছেন সূর্যকুমার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ২০০-র বেশি স্ট্রাইক রেটে সর্বাধিক শতরানের নজির গড়েছেন। আবার ভারতীয়দের মধ্যে একটি টি-টোয়েন্টি ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের নিরিখে নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙেন সূর্য (ন্যূনতম ৫০ বল)।
শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সূর্যে স্ট্রাইক রেট ২১৯.৬ ছিল। দ্বিতীয় স্থানে আছে সূর্যেরই একটি ইনিংস। গত বছরের নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই তাণ্ডব চালিয়েছিলেন। সে সময় স্ট্রাইক রেট ছিল ২১৭.৬৪ (৫১ বলে ১১১ রান)। চতুর্থ স্থানেও আছেন সূর্য।
গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ইনিংসে (ইংল্যান্ড বনাম ভারতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ) তাঁর স্ট্রাইক রেট ছিল ২১২.৭২। ভারত হেরে গেলেও ৫৫ বলে ১১৭ রান করেছিলেন সূর্য, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর প্রথম শতরান ছিল।