৬৪ বলে ১১০ রান করেছেন রিজওয়ান
৬৪ বলে ১১০ রান করেছেন রিজওয়ান

সেঞ্চুরি করা রিজওয়ানকে স্বেচ্ছায় আউট হতে বলা হয়েছিল

১৭ বলে ১৬, ৩২ বলে ৩৫ কিংবা ৪৩ বলে ৫১—গতকাল ফিফটি করা পর্যন্ত মোহাম্মদ রিজওয়ানের ইনিংসের টাইমলাইন এটি। এই টাইমলাইনকে কী টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং বলা যায়? হয়তো না।

বিশেষ করে যখন একই দলে থাকবেন কাইরন পোলার্ড, ডেভিড মিলার ও কার্লোস ব্রাফেটের মতো ব্যাটসম্যানরা। ধারাভাষ্যকার সাইমন ডুলও এসব ইঙ্গিত করেই কথাটা বলেছিলেন। মন্থর ব্যাটিংয়ের কারণে রিজওয়ানকে স্বেচ্ছায় আউট হওয়ার কথা বলেছিলেন এই ধারাভাষ্যকার।

তবে মন্থরভাবে শুরু করা ইনিংসকে গতকাল নতুন রূপ দিয়েছিলেন রিজওয়ান। ৪২ বলে ফিফটি করা এই ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন ৬০ বলে, অর্থাৎ পরের ৫০ রান করেছেন মাত্র ১৮ বলে। রিজওয়ানের শেষ দিকের খুনে ব্যাটিংয়ে অবশ্য মন গলেনি সাইমন ডুলের।

পাকিস্তান সুপার লিগের ম্যাচে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে কাল মুলতান সুলতানের হয়ে করাচি কিংসের বিপক্ষে ক্যারিয়ার–সেরা ১১০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন রিজওয়ান। ৬৪ বলের অপরাজিত ইনিংসে চারটি ছক্কার সঙ্গে ১০টি চার মারেন ডানহাতি এ ব্যাটসম্যান। এই ইনিংসের পথেই প্রথম ১৭ বল থেকে ১৬ রান করেন রিজওয়ান।

মুলতান সুলতানের রান যখন ১২ ওভারে ১ উইকেটে ৯০ রান, তখনো রিজওয়ান ব্যাটিং করছিলেন ৩২ বলে ৩৫ রান নিয়ে। সঙ্গে হালকা চোটও ছিল এই উইকেটকিপার ব্যাটসম্যানের। তখনো পোলার্ড, মিলার, ব্রাফেটের মতো ব্যাটসম্যানরা ক্রিজে আসতে বাকি।

রিজওয়ানকে স্বেচ্ছায় আউট হতে বলেছিলেন সাইমন ডুল

তখন ধারাভাষ্য কক্ষে থাকা সাইমন ডুল রিজওয়ানকে স্বেচ্ছায় আউট হওয়ার পরামর্শ দেন, ‘বলতে ভালো লাগছে না, কিন্তু ওর এখন চালিয়ে খেলা উচিত। মাত্র ১০৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করছে, যখন এখনো অনেক আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিজে আসতে বাকি। মাঠে ছেড়ে বেরিয়ে যাও , ক্যাপ্টেন। তুমি দলের অধিনায়ক, দলের জন্য সঠিক কাজটাই করো। তুমি ঠিকভাবে দুই রানই নিতে পারছ না। তুমি তোমার অন্য প্রান্তের ব্যাটসম্যানকে মোটেই সহযোগিতা করতে পারছ না। চলে যাও, চিকিৎসা নেও, তোমার যা করার তুমি করে ফেলেছ।’

মূলত পঞ্চাশ রানের কোটা পার হওয়ার পরই মারমুখী হয়ে ওঠেন রিজওয়ান। নিজের সেঞ্চুরি করার পাশাপাশি দলের রান নিয়ে যান দুই শর কাছাকাছি। এরপরও সাইমন ডুল নিজের ব্যাখ্যা থেকে সরে আসেননি, ‘রিজওয়ান শুরুর দিকে যে বলগুলো নষ্ট করেছে, সেগুলো আরও ভালোভাবে কাজে লাগানোর সুযোগ ছিল।’ এই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি ব্রাফেট ও মিলার। ২ বল খেলার সুযোগ পেয়েছিলেন পোলার্ড।

মুলতান সুলতান গতকালের এই ম্যাচে করাচি কিংসেকে ৩ রানে হারিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে একটা সময় পর্যন্ত বেশ এগিয়েই ছিল করাচি। প্রথম ১০ ওভারেই ১০৫ রান তোলে তাঁরা। ১০ থেকে ১৬ ওভার—এই সময় পা না ফসকালে ম্যাচটা জিততেই পারত করাচি। করাচি ম্যাচটা জিতে গেলে সাইমন ডুলের কথাটা হয়তো কানে নিতেই হতো রিজওয়ানকে!