আবারও প্রোটিয়াদের গতির তোপে নাজেহাল লঙ্কানরা
আবারও প্রোটিয়াদের গতির তোপে নাজেহাল লঙ্কানরা

ডারবান টেস্ট

শ্রীলঙ্কাকে ডিঙাতে হবে রান–পর্বত, দক্ষিণ আফ্রিকার চাই ৫ উইকেট

নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৪২ রানে অলআউট হওয়া শ্রীলঙ্কাকে ডারবান টেস্ট জিততে হলে করতে হবে বিশ্ব রেকর্ড! টেম্বা বাভুমা ও ট্রিস্টান স্টাবসের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৫১৬ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এত রান তাড়া করে জয়ের নজির নেই।

লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ১০৩ রান করতেই ৫ উইকেট হারিয়ে ফেলায় আজ তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পেতে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেট হাতে নিয়ে লঙ্কানদের দরকার আরও ৪১৩ রান।

প্রথম ইনিংসের মতো অতটা ভয়ংকর না হলেও মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েৎজিরা যেভাবে দ্বিতীয় ইনিংসেও উইকেট শিকারে ব্যস্ত হয়ে পড়েছেন, তাতে প্রোটিয়াদের জয় পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।

চতুর্থ উইকেটে ২৪৯ রানের জুটি গড়েন বাভুমা ও স্টাবস

২৯ রান নিয়ে আগামীকাল চতুর্থ দিন শুরু করবেন দিনেশ চান্ডিমাল। তাঁকে সঙ্গ দেবেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা (০*)। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া ইয়ানসেন এই ইনিংসে ফিরিয়েছেন অভিজ্ঞ অ্যাঞ্জলো ম্যাথুস (২৫) ও জেন–জি প্রজন্মের ‘ফ্যাবুলাস ফোরের’ একজন কামিন্দু মেন্ডিসকে (১০)।

রাবাদাও নিয়েছেন ২ উইকেট—ওপেনার দিমুথ করুণারত্নের পর (৪) আউট করেছেন ‘নাইট ওয়াচম্যান’ প্রবাত জয়াসুরিয়াকে (০)। কোয়েৎজির শিকার আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা (২৩)।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৩২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান অধিনায়ক বাভুমা ২৪ ও স্টাবস ১৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। দুজন আজ আরও ২০৬ রান যোগ করেন, চতুর্থ উইকেটে গড়েন ২৪৯ রানের জুটি। দলীয় ৩৩৮ রানে স্টাবস আউট হলে ভাঙে জুটি। তার আগে স্টাবস তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

সেঞ্চুরির পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা

গত ২৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন স্টাবস (১০৬)। ঠিক এক মাস পর, অর্থাৎ ২৯ নভেম্বর পেলেন দ্বিতীয় সেঞ্চুরি (১২২)।

স্টাবসকে অনুসরণ করে বাভুমাও তুলে নেন সেঞ্চুরি। চোটে থেকে সেরে উঠে এ টেস্ট দিয়েই প্রায় দুই মাস পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন বাভুমা। প্রথম ইনিংসে দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও করেন সর্বোচ্চ ৭০ রান। আজ তিনি ১১৩ রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ১৯১ ও ১০০.৪ ওভারে ৩৬৬/৫ (ডি.)
(স্টাবস ১২২, বাভুমা ১১৩, মার্করাম ৪৭; বিশ্ব ২/৬৪, জয়াসুরিয়া ২/১৩৪২, আসিতা ১/৫৪)।

শ্রীলঙ্কা: ৪২ ও ৩১ ওভারে ১০৩/৫
(চান্ডিমাল ২৯*, ম্যাথুস ২৫, নিশাঙ্কা ২৩; ইয়ানসেন ২/২২, রাবাদা ২/৩৪, কোয়েটজি ১/৩৯)।

* তৃতীয় দিন শেষে।