চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক আইসিসি
চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক আইসিসি

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কথা বলতে পাকিস্তানে যাবে আইসিসি প্রতিনিধিদল

ইসলামাবাদ, অ্যাবোটাবাদ, নাথিয়াগালি ঘুরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এখন করাচিতে। ২৬ নভেম্বর আফগানিস্তান সফর দিয়ে শুরু হবে ট্রফিটির বিশ্ব ভ্রমণ। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ঘোরাঘুরি চলমান থাকলেও টুর্নামেন্টটি কবে মাঠে গড়াবে, সেটিই এখনো ঠিক হয়নি। ভারত সরকার পাকিস্তানে দল পাঠাবে না বলে দেওয়ার পর এ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে আইসিসির একটি প্রতিনিধিদল পাকিস্তান সফরে যাচ্ছে বলে খবর দিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। সুনির্দিষ্ট তারিখ ঠিক না হওয়া সফরটি আগামী সপ্তাহের শুরুর দিকে হতে পারে।

প্রাথমিক সূচি অনুসারে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। সময় তিন মাসের কম বাকি থাকলেও এখন পর্যন্ত সূচি প্রকাশ করতে পারেনি আইসিসি। কারণ, ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছে, সরকার পাকিস্তানে ক্রিকেট দল পাঠাতে রাজি নয়। চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নিলে অথবা হাইব্রিড মডেলে কিছু ম্যাচ অন্য দেশে আয়োজন করলে ভারত খেলবে বলে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

তবে গত বছর এশিয়া কাপের বেলায় হাইব্রিড মডেল মেনে নিলেও পাকিস্তান এবার পুরো টুর্নামেন্ট নিজ দেশে আয়োজন করতে অনড়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি এরই মধ্যে হাইব্রিড মডেলের সম্ভাবনা নাকচও করে দিয়েছেন। পাকিস্তান এখন ভারতকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচ আয়োজন এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনো প্রতিযোগিতায় না খেলার সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে।

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসির কাছে ভারতের সিদ্ধান্তের বিষয়ে কিছু ব্যাখ্যা চেয়েছে পিসিবি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে চিঠি পাঠানোর পর এরই মধ্যে সপ্তাহও পেরিয়ে গেছে, পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এমন অবস্থায় আইসিসির কর্মকর্তারা পাকিস্তান সফরে যাচ্ছেন বলে খবর দিয়েছে জিও সুপার ও ক্রিকেট পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাতে দেওয়া খবরে অবশ্য এটিও বলা হয় যে, প্রতিনিধিদলের সফর বিষয়ে আইসিসি থেকে পিসিবির সঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি। তবে আগামী সপ্তাহের শুরুতেই সফরটি হবে বলে জানিয়েছে ওই সূত্র। ক্রিকেট পাকিস্তানের খবরে আরও বলা হয়, আইসিসির প্রতিনিধিদল পাকিস্তান সফরে যাওয়ার আগে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলবে। সেটি হওয়ার কথা বৃহস্পতিবারেই।

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দ্রুত সমাধানে আসা দরকার আইসিসির নিজের স্বার্থেই। এরই মধ্যে সম্প্রচার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজক ও সূচি বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচই যেহেতু আয়ের সবচেয়ে বড় উৎস, দুই দলের মুখোমুখি ম্যাচ নিয়েও নিশ্চিত হতে চায় সম্প্রচার প্রতিষ্ঠান। অবশ্য প্রাথমিক সূচি অনুসারে ভারত ও পাকিস্তান এক গ্রুপেই আছে। গ্রুপ ‘এ’-তে এই দুই দলের সঙ্গে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

তবে ১০০ দিনেরও কম সময় বাকি থাকা টুর্নামেন্টটিকে ঘিরে এখন অচলাবস্থা।