বিরাট কোহলির উইকেট নিয়ে মোহাম্মদ নওয়াজের (বাঁয়ে) উচ্ছ্বাস
বিরাট কোহলির উইকেট নিয়ে মোহাম্মদ নওয়াজের (বাঁয়ে) উচ্ছ্বাস

নওয়াজের জন্য শেষ ওভারে ১৫ রান রাখতে চেয়েছিলেন বাবর

২০ ওভারে ১৪৭ রান। ধুমধাড়াক্কা আর চার–ছক্কার ক্রিকেটের এ যুগে মোটেই বড় স্কোর নয়। ভারতের বিপক্ষে কাল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাঝারি মানের এই পুঁজিই করতে পেরেছিল পাকিস্তান।

মাঝারি এ পুঁজি নিয়ে পাকিস্তানের বোলাররা ভালো লড়াইও করেছে। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি বাবর আজমের দল। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কণ্ঠে ঝরে পড়েছে সংগ্রহটা আরেকটু বড় করতে না পারার আক্ষেপ। একই সঙ্গে তিনি শেষ ওভারে বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজকে লড়াই করার জন্য আরও কিছু রান বেশি দিতে না পারার ব্যর্থতার কথাও বলেছেন।

শেষ ওভারে বল ও রানের হিসাবটা আরেকটু কঠিন রাখতে না পারায় আক্ষেপ করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (বাঁয়ে)

শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৭ রান। আগের ৩ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেওয়া নওয়াজের হাতে বল তুলে দেন বাবর। শেষ ওভারে প্রথম বলেই রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে পাকিস্তানের সমর্থকদের মনে আশা জাগিয়ে তোলেন তিনি। দ্বিতীয় বলে দিনেশ কার্তিক একটি সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন থিতু ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়াকে। তৃতীয় বলটি ডট দিলেও চতুর্থ বলে ছক্কা মেরে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

কাল ভারতের বিপক্ষে অসাধারণ বোলিং করেছেন নাসিম শাহ

ম্যাচ শেষে হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে বাবর প্রথমে স্কোর বোর্ডে বড় সংগ্রহ দাঁড় করাতে না পারার আক্ষেপ করেছেন, ‘আমরা যেভাবে শুরু করেছিলাম, আরও কিছু রান করতে পারতাম। ১০ থেকে ১৫ রান কম করেছি আমরা।’

তবে এই অল্প রান নিয়েও নাসিম শাহ, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি যেভাবে লড়াই করেছেন, বাবর খুব খুশি। হারিস ৪ ওভারে ৩৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। উইকেট পাননি দাহানিও, ৪ ওভারে ২৯ রান দিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে কালই অভিষেক হওয়া নাসিম ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

পাকিস্তানের পেসার দাহানি

ম্যাচ শেষে বাবর এ তিনজনের প্রশংসা করে বলেছেন, ‘(কম রান করেও) আমরা ম্যাচে ফিরে এসেছি। আমাদের ফাস্ট বোলাররা অসাধারণ বোলিং করেছে। এর জন্য তাদের ধন্যবাদ।’ ১১ নম্বরে ব্যাট করতে নেমে দাহানি ৬ বলে দুই ছক্কায় ১৬ রান করে দলের সংগ্রহটা কিছুটা বড় করতে অবদান রেখেছেন। বাবর বললেন সেটিও, ‘দাহানি ব্যাটিংয়েও এগিয়ে এসেছে। আমাদের লড়াই করার জন্য কিছু দিয়েছে সে। তবে এটা দুঃখজনক যে আমরা শেষ পর্যন্ত পারিনি।’

বাবর এরপর শেষ ওভারের বল ও রানের হিসাব নিয়ে বলেছেন, ‘আমরা শেষ ওভারে লড়াই করতে নওয়াজের জন্য ১৫ বা এ রকম একটা রানের হিসাব দিতে চেয়েছিলাম। কিন্তু এটা হওয়ার ছিল না। আর পান্ডিয়া (ভারতের জন্য) ম্যাচটা দারুণভাবে শেষ করেছে।’