সিরিজটা মার্ক চ্যাপম্যানের, সেটি বলাই যায়। পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি আক্ষরিক অর্থেই নিজের করে নিয়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। সিরিজে রান করেছেন ২৯০। মাত্র একবারই আউট হয়েছেন বলে গড়ও ২৯০! স্ট্রাইক রেট ১৬৫.৭১। দুটি ফিফটির সঙ্গে আছে একটি সেঞ্চুরিও। প্রথম দুটি ম্যাচে হেরে পিছিয়ে পড়া নিউজিল্যান্ড ঘুরে দাঁড়িয়ে ড্র করেছে সিরিজ, সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে চ্যাপম্যানের কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না। টি–টোয়েন্টি সিরিজে এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আগেই ঘোষিত নিউজিল্যান্ডের ওয়ানডে দলেও যোগ করা হয়েছে তাঁকে।
এই সিরিজে রেকর্ড বইয়েও ভালোই ছাপ ফেলেছেন চ্যাপম্যান। যেমন—
দ্বিপক্ষীয় সিরিজে চ্যাপম্যানের ২৯০ রানই এখন দ্বিতীয় সর্বোচ্চ। এর আগের সর্বোচ্চ ছিল পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে তিনি করেছিলেন ৩১৬ রান, যদিও খেলেছিলেন ৬টি ম্যাচ। চ্যাপম্যান এবার খেলেছেন পাঁচটি ম্যাচ।
টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ গড়। কোনো সিরিজে কমপক্ষে ২০০ রান করেছেন, এমন মানদণ্ডে এর আগে সর্বোচ্চ গড় ছিল গ্লেন ম্যাক্সওয়েলের ২১১ রান। অবশ্য ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ডেভিড ওয়ার্নার (২১৭) ও ২০২২ সালে শ্রেয়াস আইয়ার (২০৪) একই দলের বিপক্ষে ৩ ম্যাচ খেলে আউট হননি একবারও। ফলে গাণিতিকভাবে তাঁদের কোনো ব্যাটিং গড়ই ছিল না সে সব সিরিজে।
পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে চ্যাপম্যানের স্ট্রাইক রেট। কোনো সিরিজে ২৯০ বা এর বেশি রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে চ্যাপম্যানের চেয়ে বেশি স্ট্রাইক রেট আছে আর চারজনের। সর্বোচ্চ অ্যারন ফিঞ্চের, ২০১৮ সালে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে ২০১.৩১ স্ট্রাইক রেটে যিনি করেছিলেন ৩০৬ রান।
৫ ইনিংসের চারটিতেই অপরাজিত ছিলেন চ্যাপম্যান। কোনো সিরিজে অপরাজিত থাকার রেকর্ড এটি। এর আগে একই সিরিজে সর্বোচ্চ ৪ বার অপরাজিত ছিলেন একজনই। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডেরই নাথান ম্যাককালাম ৫ ইনিংসে ব্যাটিং করে অপরাজিত ছিলেন ৪ বার।
রান তাড়ায় নিউজিল্যান্ডের হয়ে এটি দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে একমাত্র কীর্তিটি ছিল মার্টিন গাপটিলের, ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইস্ট লন্ডনে রান তাড়ায় তিনি খেলেছিলেন অপরাজিত ১০১ রানের ইনিংস। ১৯ ওভারের ম্যাচটি নিউজিল্যান্ড জিতেছিল ৮ উইকেটে।
নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা ষষ্ঠ ব্যাটসম্যান চ্যাপম্যান। সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি আছে কলিন মানরোর, ২টি করে সেঞ্চুরি মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককালাম ও গ্লেন ফিলিপসের। সেঞ্চুরিয়ান আরেকজন ফিন অ্যালেন।