ইংল্যান্ড সমর্থকেরা কিছুটা আশাবাদী হতেই পারেন। চোটের সঙ্গে লড়াই করা ইংলিশ পেসার জফরা আর্চার খেলতে পারেন ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে। নিশ্চিত করে কিছু না বললেও আর্চার যে সঠিক পথেই আছেন, সে কথা জানিয়েছেন সাসেক্স কোচ পল ফারব্রেস।
গত ওয়ানডে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আর্চার। বিশ্বকাপে ছিলেন ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি। এরপর সে বছরই অ্যাশেজে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কাঁপিয়ে দেন আর্চার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ টেস্ট খেলে নিয়েছিলেন ২২ উইকেট। এই বছরও অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ দুটিই খেলতে চেয়েছিলেন। চোটের কারণে তা আর পারলেন কই! চোটের কারণে মিস করেন অ্যাশেজ, গ্রীষ্মে তো আর মাঠেই নামতে পারবেন না।
চোটের কারণে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপসহ অসংখ্য ম্যাচ মিস করেছেন আর্চার। প্রায় দুই বছর পর আর্চার দক্ষিণ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ দিয়ে মাঠেও ফিরেছিলেন। এরপর মার্চে বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫ ম্যাচ খেলে ভারতে যান আইপিএলে অংশ নিতে।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এবারের মৌসুম শেষ করার আগেই কনুইয়ের চোটের পরিচর্যার জন্য ইংল্যান্ডে ফিরে যেতে হয়েছে আর্চারকে। এরপর ইংল্যান্ড জানিয়েছে, ডান কনুইয়ে আবার স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে তাঁর। ফলে সাসেক্স ফাস্ট বোলার জফরা আর্চার গ্রীষ্মের বাকি সময় থেকে ছিটকে গেছেন। সেই থেকেই শঙ্কা ছিল, তবে কি এবারের ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে না আর্চারকে?
সেই শঙ্কা পুরোপুরি এখনো দূর না হলেও মাত্রাটা কিছুটা হলেও কমেছে সাসেক্স কোচের কথায়, ‘আর্চার ভালোই এগোচ্ছে। আমার মনে হয় বিশ্বকাপ খেলার জন্য সে সঠিক পথেই আছে, যেটা ইংল্যান্ডের জন্য দারুণ সংবাদ। আমার মনে হয় ইংল্যান্ডের ওর কাছ থেকে সেরাটা বের করে আনার পথ খুঁজে বের করতে হবে, যদি সে পরের অ্যাশেজ সিরিজে যেতে চায়।’