ফের চোটে পড়েছেন উইলিয়ামসন
ফের চোটে পড়েছেন উইলিয়ামসন

ফেরার ম্যাচে চোট পেয়ে আবার ছিটকে গেলেন উইলিয়ামসন

চোট কাটিয়ে প্রায় ছয় মাস পর ফিরে আবার চোটে পড়েছেন কেইন উইলিয়ামসন। চেন্নাইয়ে গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে রান নিতে গিয়ে নাজমুল হোসেনের থ্রো সরাসরি লাগে নিউজিল্যান্ডের অধিনায়কের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে। স্ক্যানে ওই আঙুলে চিড় ধরা পড়েছে তাঁর, ফলে আবার ছিটকে গেছেন তিনি।

অবশ্য বিশ্বকাপের শেষের দিকে তাঁকে ফিরে পাওয়ার আশা করছে নিউজিল্যান্ড। উইলিয়ামসনের বিকল্প হিসেবে টম ব্লান্ডেলকে ডাকা হয়েছে দলে। যদিও এখনই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে না তাঁকে। মানে উইলিয়ামসনকে নিয়ে আশা ছাড়ছে না নিউজিল্যান্ড।

ম্যাচের ৩৮তম ওভারের খেলা চলছিল তখন। তাসকিন আহমেদের করা বল মিড অফের দিকে পাঠিয়ে দ্রুত সিঙ্গেল নেন উইলিয়ামসন। রানআউটের সুযোগ থাকায় বল কুড়িয়ে জোরের ওপর থ্রো করেন নাজমুল। বল সরাসরি আঘাত করার পর তাৎক্ষণিকভাবে হাত থেকে ব্যাট ফেলে দেন উইলিয়ামসন। ফিজিওর কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে অবশ্য খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন এই ব্যাটসম্যান।

কিন্তু পরের ওভারেই ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় ৭৮ রান করা উইলিয়ামসনকে। অবশ্য সতর্কতা হিসেবেই উঠে গেলেন কি না, সে প্রশ্নও ছিল। কিন্তু নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, স্ক্যানে উইলিয়ামসনের চিড় ধরা পড়েছে। এই চোট এখনো পুরো টুর্নামেন্টে না হলেও বেশির ভাগ সময়ের জন্য ছিটকে দিয়েছে তাঁকে। তবে উইলিয়ামসন শেষ পর্যন্ত দলে ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানিয়েছে স্টিড।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ছয় মাসের বেশি সময় পর মাঠে ফিরছিলেন কেইন উইলিয়ামসন

উইলিয়ামসনের চোট নিয়ে স্টিড বলেছেন, ‘আমরা কেইনের জন্য দুঃখ প্রকাশ করছি যে কিনা হাঁটুর চোট সারিয়ে মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছে। হতাশাজনক এই খবরের সঙ্গে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা আমাদের কিছু আশাও দিয়েছে। সে এখনো বিশ্রাম ও পুনর্বাসনের পর শেষের দিকে দলে ফিরতে পারে। কেইন আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং সে একজন বিশ্বমানের অধিনায়ক এবং খেলোয়াড়। তাই আমরা তাকে টুর্নামেন্টে ফিরে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।’

ব্লান্ডেলের সংযুক্তি নিয়ে স্টিড বলেছেন, ‘টম পাকিস্তান এবং বাংলাদেশ সফরে ওয়ানডে দলে ছিল এবং সে ভালো খেলেছে। ব্যাটিং অর্ডারে সে একাধিক পজিশনে খেলতে পারে এবং তার উইকেটকিপিং দক্ষতাও দলকে বাড়তি ব্যাকআপ দেবে।’

এর আগে হাঁটুর চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন উইলিয়ামসন। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেও খেলতে পারেননি তিনি। আর মাঠে ফিরতেই এখন নতুন করে চোটে পড়তে হলো তাঁকে। ১৮ অক্টোবর বুধবার বিশ্বকাপে নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ, প্রতিপক্ষ আফগানিস্তান।