এই টেস্টে মাত্র ১৬ ওভার বোলিং করেছেন সাকিব
এই টেস্টে মাত্র ১৬ ওভার বোলিং করেছেন সাকিব

বলছেন সাকিব

‘অস্ত্র থাকলেই সেটি ব্যবহার করার দরকার নেই’

তাইজুল ইসলাম ঠিক নিশ্চিত ছিলেন না, বলতে পারেননি অ্যালান ডোনাল্ডও। মিরপুর টেস্টে কেন এত পরে ও এত কম বোলিং করলেন, সেটির ঠিক সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই খোদ সাকিব আল হাসানের কাছেও। শুধু বললেন, ‘অস্ত্র থাকলেই সেটি ব্যবহার করার দরকার নেই।’

প্রথম ইনিংসে ৬৬তম ওভারে প্রথমবারের মতো এসে মাত্র ৩ ওভার বোলিং করেন সাকিব। দ্বিতীয় ইনিংসে অবশ্য বোলিং ওপেন করতে আসেন, দ্বিতীয় দিন ৭ ওভার বোলিং করে ২টি উইকেটও নেন। পরদিন সকালে এলেও পুরো দিনে মাত্র ৬ ওভার বোলিং করেন বাংলাদেশ অধিনায়ক। সব মিলিয়ে এ ম্যাচে ১৬ ওভার বোলিং করেছেন সাকিব। ৬৬ টেস্টের ক্যারিয়ারে এর আগে কখনোই এত কম বোলিং করেননি তিনি।

সাকিবের কাছে সংবাদ সম্মেলনে আজ ব্যাখ্যা চাওয়া হয়েছিল তাঁর এমন কম বোলিং করা নিয়ে। এর জবাবে তিনি বললেন, ‘না, ও রকম তো কোনো ব্যাখ্যা নেই। মানে বোলিং কাউকে করতেই হবে, এমন কোনো কথা নেই। আপনার কাছে ৫-৬ রকমের অস্ত্র থাকলে সব সময় ব্যবহার করার দরকার নেই তো সব অস্ত্র।’

সংবাদ সম্মেলনে কম বোলিং করা নিয়ে কথা বলেছেন সাকিব

মিরপুর টেস্টে তৃতীয় দিন পুরোটাই ব্যাটিং করেছে আয়ারল্যান্ড। মাঝে জুটি বড় হতে থাকলেও সাকিব বোলিংয়ে আসেননি। দলের সবচেয়ে সফল বোলার কেন তখন আসেননি, এমন প্রশ্ন শুনে পাল্টা প্রশ্নই করলেন সাকিব, ‘এটার মানে কি আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না?’

এরপর অবশ্য তিনি সতীর্থদের ওপর আস্থা রাখার কথাই বলেছেন, ‘২০ উইকেট নেওয়ার মতো আমাদের যথেষ্ট বোলার আছে, তাদের প্রতি আমার বিশ্বাস আছে। সেটি ওরা করেও দেখিয়েছে।’

সাকিব উল্লেখ করেছেন উইকেটের কথাও, ‘এমন একটা জায়গায় খেলা হয়েছে, এ ধরনের পিচে আমরা সেভাবে খেলি না। আমি বলব খুবই ভালো ব্যাটিং উইকেট ছিল, মিরপুরে সাধারণত এমন ব্যাটিং উইকেট থাকে না। এমনকি আজও অনেক ভালো ব্যাটিং উইকেট ছিল।’

মিরপুরের উইকেটের প্রশংসা করেছেন সাকিব

মিরপুরের এ উইকেটে বাংলাদেশ নেমেছিল বিশেষজ্ঞ তিনজন পেসারের সঙ্গে ছয়জন বোলার নিয়ে। ভবিষ্যতেও এমন পথে হাঁটতে পারেন বলেই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘যদি ২০ উইকেট নিতে হয়, তাহলে বোলিং অপশন বেশি লাগবে। এটার বিকল্প আসলে নেই। রক্ষণাত্মক মানসিকতা থাকলে, ড্র করার চিন্তা কিংবা কোনোমতে ব্যাটিং ভালো করার ভাবনা থাকলে আপনি কম বোলিং অপশন নিয়ে নামতে পারবেন। যখন জিততে চাইবেন, ৫-৬ বোলারের অপশন নিয়ে খেলবেন। বড় বড় দলগুলো ওই অবস্থায় আছে। ভারত, ইংল্যান্ড যদি দেখেন... ৫-৬ জন বোলার আর ৬ ব্যাটার নিয়ে খেলে ওরা।’