রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে বৃষ্টির পূর্বাভাস নিয়েই। যদিও সকালে রাওয়ালপিন্ডির আকাশে মেঘের ঘনঘটা নেই। বৃষ্টি যদি বাগড়া না দেয়, তাহলে দ্বিতীয় ইনিংসে কত দূর যেতে পারবে ২ উইকেটে ৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা পাকিস্তান?
দিনের খেলা শুরুর আগে ম্যাচ সম্প্রচারকারী টেলিভিশনের অনুষ্ঠান ‘পিচ সাইড’-এ নিয়ে আলোচনা করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির সোহেল ও বাংলাদেশি ধারাভাষ্যকার আতহার আলী খান। গতকাল শেষ বিকেলে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান দ্রুতই ২ উইকেট হারিয়ে ফেলার পরও আমির সোহেলের আশা, সাইম আইয়ুব ও শান মাসুদরা বড় স্কোর গড়ে ম্যাচ জমিয়ে তুলবেন।
এক প্রশ্নের উত্তরে আমির সোহেল বলেছেন, ‘খেলা এখনো অনেক বাকি আছে। আশা করছি, দ্বিতীয় ইনিংসে পাকিস্তান বড় স্কোর করবে। এটা করে তারা বাংলাদেশকে চাপে ফেলবে এবং ম্যাচ জমিয়ে তুলবে।’ আতহারও বলেছেন যে ম্যাচ এই মুহূর্তে ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে, এখান থেকে যেকোনো দিকে যেতে ঝুলে পড়তে পারে।
গতকাল নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশের ইনিংস। সেখান থেকে লিটন দাস (১৩৮) ও মেহেদী হাসান মিরাজের (৭৮) ১৬৫ রানের জুটিতে অলআউট হওয়ার আগে ২৬২ রান করে বাংলাদেশ।
লিটন ও মিরাজের গতকালের ব্যাটিং বিশ্লেষণ করে আতহার আলী বলেছেন, ‘বল পুরোনো হয়ে উজ্জ্বলতা হারানোর পর সুইং হয়নি। পাকিস্তানের বোলারদের জন্য এটাই সমস্যা হয়ে গেছে। এই উইকেটে বলের উজ্জ্বলতা কমে গেলে ব্যাটিং করতে সুবিধা হয়।’
আতহার আলীর সঙ্গে একমত আমির সোহেলও। এ কারণে তিনি পাকিস্তানের ব্যাটসম্যানদের প্রথম সেশনটা ধৈর্য নিয়ে কাটিয়ে দেওয়ার পরামর্শ দেন। এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৬০ রান তুলেছে। মাসুদ ২৮ ও বাবর আজম ৭ রান নিয়ে উইকেটে ছিলেন।