এবারের বিপিএলে রানার্সআপ হয়েছে সিলেট স্ট্রাইকার্স
এবারের বিপিএলে রানার্সআপ হয়েছে সিলেট স্ট্রাইকার্স

সিলেটের প্রাইজমানির ১ কোটি টাকা পাবেন মাশরাফি–মুশফিকরা

এবারের বিপিএলে অন্যদের তুলনায় তেমন শক্তিশালী দল গড়তে পারেনি সিলেট স্ট্রাইকার্স। তবে মাঠে খেলোয়াড়দের নিবেদন ছিল চোখে পড়ার মতো। সেই নিবেদনের কারণেই মাঠে অসাধারণ পারফরম্যান্স করে সিলেট পৌঁছে গিয়েছিল ফাইনালে। শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে ফাইনালে পেরে ওঠেনি মাশরাফি বিন মুর্তজার দল। ফাইনালে কুমিল্লার কাছে ৭ উইকেটে হেরে রানার্সআপ হয়েছে সিলেট।

এই ফলেই হয়তো খুশি সিলেটের নতুন মালিক। বিপিএলে প্রথমবারের ফাইনাল খেলা সিলেট মাঠে খেলোয়াড়দের নিবেদনের পুরস্কারও দিয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, রানার্সআপ হয়ে পাওয়া ১ কোটি টাকা প্রাইজমানি তারা ভাগ করে দিচ্ছে দলের খেলোয়াড় ও ম্যানেজমেন্টের সদস্যদের মধ্যে। এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ২ কোটি টাকা।

মাঠে সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড়দের নিবেদন ছিল দুর্দান্ত
ছবি : প্রথম আলো

মাঠে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার ব্যক্তিগতভাবেও পেয়েছেন সিলেটের কয়েকজন খেলোয়াড়। নাজমুল হোসেন যেমন টুর্নামেন্ট সেরা হয়ে পেয়েছেন ১০ লাখ টাকা প্রাইজমানি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান করার পুরস্কার হিসেবে তিনি আরও পাঁচ লাখ টাকা পেয়েছেন। এ ছাড়া টুর্নামেন্ট সেরা ফিল্ডারের পুরস্কার উঠেছে সিলেটের মুশফিকুর রহিমের হাতে। এর জন্য পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কারও পেয়েছেন বাংলাদেশ দলের উইকেটকিপার–ব্যাটসম্যান।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল বিপিএলের ফাইনালে নাজমুল হোসেনের ৪৫ বলে ৬৪ ও মুশফিকের ৪৮ বলে ৭৪ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে সিলেট। লিটন দাসের ৩৯ বলে ৫৫ ও জনসন চার্লসের ৫২ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংসে ভর করে ৩ উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতে এই রান পেরিয়ে যায় কুমিল্লা।