শচীন টেন্ডুলকার বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সকালেই। শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন শুভকামনা, সামনের বছরটা চমৎকার কাটুক। এর কয়েক ঘণ্টা পর কোহলির জন্য অভিনন্দন বার্তা নিয়েও হাজির ‘লিটল মাস্টার’।
কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলে ওয়ানডেতে টেন্ডুলকারের ৪৯ শতকের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন কোহলি। অন্যভাবে বললে, ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি শতকের রেকর্ডে টেন্ডুলকারের একার মালিকানায় এখন কোহলিও ভাগ বসিয়েছেন।
টেন্ডুলকার তাঁর ৪৯তম শতকটি করেছিলেন ২০১২ সালে ঢাকায়, বাংলাদেশের বিপক্ষে। সেটি ছিল ওয়ানডেতে তাঁর ৪৫১তম ইনিংস। আজ কোহলি সেটি ছুঁয়ে ফেলেছেন ২৭৭ ইনিংসেই। এমন দুর্দান্ত কীর্তিতে কোহলির জন্য অভিনন্দন বার্তা দিয়েছেন টেন্ডুলকার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই বার্তায় ৪৯তম শতকের অভিনন্দনের চেয়ে বেশি আছে ৫০তম শতকের শুভকামনা। আর সেটাও মজার সুরে।
এ বছরের এপ্রিলে ৫০ বছরে পা রাখা টেন্ডুলকার কোহলির উদ্দেশে লিখেছেন, ‘ভালো খেলেছ, বিরাট। ৪৯ থেকে ৫০-এ যেতে আমার ৩৬৫ দিন লেগেছিল। আশা করি, তুমি ৪৯ থেকে ৫০-এ গিয়ে সামনের কয়েক দিনের মধ্যেই আমার রেকর্ডটা ভেঙে দেবে। অভিনন্দন।’
ইনস্টাগ্রামে টেন্ডুলকারের এই পোস্টের নিচে ব্রায়ান লারা একটি মন্তব্য করেছেন। ক্যারিবীয় কিংবদন্তি লিখেছেন, ‘ভালো খেলেছ, বিরাট। ভালো বলেছ, শচীন।’