প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিশিতা (বাঁ থেকে দ্বিতীয়) ও সুমাইয়া (ডান থেকে দ্বিতীয়)
প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিশিতা (বাঁ থেকে দ্বিতীয়) ও সুমাইয়া (ডান থেকে দ্বিতীয়)

পাকিস্তান সিরিজ

টি-টোয়েন্টির পর ওয়ানডে দলেও সুমাইয়া ও নিশিতা

পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাংলাদেশ নারী দলেও ডাক পেলেন সুমাইয়া আক্তার ও নিশিতা আক্তার। আজ বিসিবি ঘোষিত ১৬ সদস্যের ওয়ানডে দলে আছেন দুজনই। ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন লতা মণ্ডল, সালমা খাতুন ও শারমিন আক্তার। অভিজ্ঞ সালমাকে অবশ্য রাখা হয়েছে তিনজনের স্ট্যান্ডবাই তালিকায়। স্ট্যান্ডবাই হিসেবে আরও আছেন শরিফা খাতুন ও শারমিন আক্তার।

সুমাইয়া ও নিশিতা—দুজনই মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন। বিকেএসপির হয়ে প্রিমিয়ার লিগে সুমাইয়া ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে একটি শতক ও চারটি অর্ধশতকে ৭০.১৭ গড়ে ৪২১ রান করেছেন। ১৮ বছর বয়সী এই ক্রিকেটার ছিলেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রানসংগ্রাহক। একই দলের হয়ে খেলেছেন ১৫ বছর বয়সী নিশিতা। ৮ ম্যাচে ৭ ইনিংসে ওভারপ্রতি ২.৯৭ রান দিয়ে তিনি নিয়েছেন ১৪ উইকেট।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পাকিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-১–এ হারানোর পর বাংলাদেশের চোখ এখন ওয়ানডে সিরিজে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৪, ৭ ও ১০ নভেম্বর। সব ম্যাচই শুরু সকাল ৯টায়। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

বাংলাদেশ নারী ওয়ানডে দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার, সুলতানা খাতুন (ফিটনেসের ওপর নির্ভরশীল)।