দ্বিতীয় ম্যাচের আগে দলকে সতর্ক করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, মিরপুরে আজ সংবাদ সম্মেলনে
দ্বিতীয় ম্যাচের আগে দলকে সতর্ক করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, মিরপুরে আজ সংবাদ সম্মেলনে

ডমিঙ্গোর সতর্কবার্তা

আবার পার পেয়ে যাওয়া যাবে না

ভারতের বিপক্ষে বারবার প্রথম ম্যাচের মতো পার পাওয়া যাবে না, দ্বিতীয় ম্যাচের আগে দলকে এভাবে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। নাটকীয় ধসের পর মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের শেষ উইকেট জুটিতে পাওয়া ১ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের লক্ষ্য লিটন দাসের দলের।

২০১৫ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে সর্বশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজটি জিতেছিল বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় ওয়ানডের আগে দল উজ্জীবিত হলেও আগের ম্যাচের চেয়ে উন্নতির বিকল্প দেখছেন না ডমিঙ্গো। আজ সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘এ সংস্করণে আত্মবিশ্বাস আছে। বাংলাদেশেও আমাদের রেকর্ড বেশ ভালো। ভারতের বিপক্ষে খেলার ক্ষেত্রে একটা রোমাঞ্চের ভাব আছে, যারা বিশ্বের অন্যতম বড় একটি দল। আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে নিজেদের বাজিয়ে দেখছি। মনে হচ্ছে, ভারত খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে। প্রথম ম্যাচের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে, বিশেষ করে ব্যাটিংয়ে। আবার পার পেয়ে যাওয়া যাবে না।’

পার পেয়ে যাওয়া বলতে শেষ উইকেটে এমন অবিশ্বাস্য জয় প্রতিদিন আসবে না, ডমিঙ্গো ইঙ্গিত করেছেন সেদিকেই। ১৮৬ রান তাড়ায় ১২৮ রানে ৪ উইকেট থেকে হুট করেই ১৩৬ রানে ৯ উইকেটে হয়ে গিয়েছিল বাংলাদেশ। ডমিঙ্গো জানেন, কালকের ম্যাচটি সহজ হবে না মোটেও। এ ক্ষেত্রে শেষ ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো ভেবে শিক্ষা নেওয়ার কথা বলছেন তিনি।

মিরাজ-মোস্তাফিজের অবিশ্বাস্য জুটিতে প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ

প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়ে ভারতকে ১৮৬ রানেই আটকে দিয়েছিল বাংলাদেশ। ফ্লাডলাইটের আলোয়, সঙ্গে শিশিরের প্রভাবে ব্যাটিংটা পরে সহজ হয়ে আসবে একটু, ভাবা হয়েছিল এমন। যদিও ধীরগতির নিচু বাউন্সের উইকেটে তেমন কিছু হয়নি। মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের শেষ উইকেট জুটির দৃঢ়তায় ১ উইকেটের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ।

এবার অবশ্য ডমিঙ্গো চাইছেন, লিটন যাতে টসটি হারেন। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেটে আগে নাকি পরে ব্যাটিং—কোনটি বেশি সহজ, সেটি নিশ্চিত হতে পারছেন না বলেই এমন প্রত্যাশা বাংলাদেশ কোচের। যদিও পরিসংখ্যান বলছে, টসে জেতা দলের সাফল্যের পাল্লাই ভারী সাম্প্রতিক সময়ে।

মিরপুরে সর্বশেষ ৬টি ওয়ানডের ৫টিতেই জিতেছে টসে জেতা দল। এই ৬টি ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের ঘটনা চারবার, এর মধ্যে তিনবারই জিতেছে দলগুলো। তবে ডমিঙ্গো এত হিসাবের মধ্য দিয়ে যেতে চান না, ‘আশা করি টসটা হারব, কারণ জিতে কী করব ঠিক নিশ্চিত নই। আগে ব্যাটিংয়ের একটা দাম আছে। রাতে বলে একটু মুভমেন্ট থাকে। আমার মনে হয়, ২০টি ম্যাচের মধ্যে ১৭টিতেই ২০০ রান করা দল জিতেছে। মাঝেমধ্যে আপনি বেশি বড় সংগ্রহের দিকে ছুটতে গিয়ে আগেভাগে অলআউট হয়ে যান। আমি জানি না, টস তেমন গুরুত্বপূর্ণ কি না।’

ভারতের বিপক্ষে জিতলে এ বছর ওয়ানডেতে সেটি হবে বাংলাদেশের চতুর্থ সিরিজ জয় (পাঁচটির মধ্যে)। তবে সেটি করতে গেলে প্রথম ম্যাচের পারফরম্যান্সের চেয়ে অনেক উন্নতি করতে হবে, মনে করিয়ে দিয়েছেন ডমিঙ্গো, ‘এ সংস্করণে আমাদের দল আত্মবিশ্বাসী, তবে সহজ হবে না। ভারত মানসম্পন্ন দল। তারা শক্তভাবে ঘুরে দাঁড়াবে। তবে আগামীকালের ম্যাচে ০-১-ব্যবধানে পিছিয়ে যাওয়ার চেয়ে বরং ১-০-তে এগিয়েই তো যেতে চাইব। প্রথম ম্যাচের চেয়ে অনেক ভালো খেলতে হবে। স্নায়ু ধরে রাখতে পারলে পার হতে পারব আমরা।’