বেশ কিছু দিন ধরে চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান
বেশ কিছু দিন ধরে চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান

সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব, খেলবেন না অন্তত ৩ ম্যাচ

ইংল্যান্ডে চিকিৎসক দেখিয়ে এসেও অবস্থার উন্নতি হয়নি। চোখের চিকিৎসা করাতে সাকিব আল হাসান এবার তাই যাচ্ছেন সিঙ্গাপুরে। সব ঠিক থাকলে আগামীকাল বেলা একটায় সিঙ্গাপুরের বিমান ধরবেন বিপিএলে রংপুর রাইডার্সের এই অলরাউন্ডার। সাকিবের সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক।

ভারত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব, যেটি বিশ্বকাপে তাঁর ব্যাটিংয়েও প্রভাব ফেলেছে বলে জানিয়েছিলেন এই অলরাউন্ডার। বিপিএলের ঠিক আগে চোখের ডাক্তার দেখাতে গিয়েছিলেন লন্ডনে

বিপিএলের এক দিন আগে লন্ডন থেকে ফিরে আজ ফরচুন বরিশালের বিপক্ষে মিরপুরে ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাটে মাত্র ২ রান করলেও বল হাতে ১৬ রানে নিয়েছেন ২ উইকেট। ম্যাচটা অবশ্য রংপুর হেরে গেছে ৫ উইকেটে।

ব্যাটিংয়ে ভালো করতে না পারলেও বল হাতে আজ ২ উইকেট নিয়েছেন সাকিব

ম্যাচ শেষে রংপুরের অধিনায়ক নুরুল হাসান জানিয়েছেন, সাকিব এখনো চোখের সমস্যায় ভুগছেন। এরপর রাতেই জানা গেল পরদিন তাঁর সিঙ্গাপুরে যাওয়ার খবর। তবে সিঙ্গাপুর থেকে তিনি কবে ফিরবেন, সেটা নিশ্চিত নয় বিপিএলে তাঁর ফ্র্যাঞ্চাইজিও।

রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক মুঠোফোনে এই প্রতিবেদককে বলেছেন, ‘আগামীকাল (রোববার) বেলা একটার ফ্লাইটে সাকিব সিঙ্গাপুরে যাচ্ছে। তার চোখের সমস্যা এখনো আছে। সিঙ্গাপুরে যাবে বিশেষ একটা চিকিৎসা করাতে, যেটা শুধু ওখানেই হয়। আমরা শুনেছি, এই চিকিৎসা করালে সাকিবের চোখের অবস্থার উন্নতি হবে।’

সাকিব কবে সিঙ্গাপুর থেকে ফিরতে পারেন জানতে চাইলে তিনি বলেছেন, ‘সেটা অনিশ্চিত। তবে আমরা ধরে নিয়েছি পরের অন্তত তিনটি ম্যাচ আমরা সাকিবকে পাব না। এটা মেনে নিতে হচ্ছে, কারণ সাকিবের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেওয়া যায় না।’

আজ ম্যাচ শেষে ফরচুন বরিশালের কোচ ডেভ হোয়াটমোরের সঙ্গে সাকিবের আলিঙ্গন

সাকিবের চোখে সমস্যাটা প্রথম হয় বিশ্বকাপে। জানা গিয়েছিল স্নায়ুর চাপের কারণে চোখের রেটিনায় সমস্যা হচ্ছিল। সেটি প্রভাব ফেলছিল সাকিবের ব্যাটিংয়েও। ভারতেও দুবার চিকিৎসক দেখিয়েছিলেন তিনি। এরপর দুজন চক্ষুবিশেষজ্ঞ দেখিয়েছেন ঢাকায়ও।

রংপুরের হয়ে বিপিএল খেললেও সাকিবকে সিঙ্গাপুরে পাঠাচ্ছে বিসিবি। তবে এর আগে তাঁকে চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করেছিল রংপুর রাইডার্স।