ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক জস বাটলার কঠিন চ্যালেঞ্জ নিয়ে বিশ্বকাপে খেলতে নামছেন। তাঁর চ্যালেঞ্জটা বিশ্বকাপ ধরে রাখার। ২০১৯ সালে এউইন মরগানের অধীন প্রথমবারের মতো ওয়ানডেতে বিশ্বকাপ শিরোপার দেখা পায় ইংলিশরা। মরগানের সেই অর্জনকে অক্ষুণ্ন রাখার পথটা খুব সহজ হবে না বাটলারের জন্য।
তবে এই পথে প্রাথমিকভাবে বাবর আজম ও বিরাট কোহলিকে বড় চ্যালেঞ্জ মনে করছেন না ইংলিশ অধিনায়ক। বাবর-কোহলিকে হুমকি মনে না করার কথাটি অবশ্য বাটলার সরাসরি বলেননি। তবে তাঁর তৈরি করা স্বপ্নের একাদশের প্রথম পাঁচজনের মধ্যে নেই এ দুজনের নাম। বাটলারের সেরা পাঁচে এ দুজনকে না দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।
বাটলারের কাছে তাঁর স্বপ্নের একাদশে কাদের রাখবেন, এই প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে তিনি প্রথম পাঁচজনের নাম বলেছেন। সেই পাঁচজনের মধ্যে বাবর-কোহলি নেই। তাহলে নিজের পছন্দের পাঁচে কাদের রেখেছেন বাটলার?
বাটলার তাঁর তালিকায় সবার ওপরে রেখেছেন সতীর্থ আদিল রশিদকে। ইংল্যান্ড দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রশিদ। বিশ্বকাপে বাটলারের তুরুপের তাসও হতে পারেন এই লেগ স্পিনার। বিশেষ করে ভারতীয় উইকেটে ইংলিশদের সফল হতে হলে রশিদকে জাদু দেখাতে হবে ঘূর্ণিতে। গত বিশ্বকাপেও ইংল্যান্ডের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রশিদের। ঘরের মাঠে সেবার ১১ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। বিশ্বকাপ দিয়ে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার সুযোগও আছে তাঁর।
বাটলারের তালিকার দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি–কক। বিশ্বকাপ দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়ে রেখেছেন ডি-কক। বিদায়বেলায় ডি-কক যদি নিজের শেষটা রাঙাতে পারেন, তা দক্ষিণ আফ্রিকার জন্য সুখবর হয়েই আসবে। প্রোটিয়াদের বিশ্বকাপে দারুণ কিছু করতে হলে ডি-কককে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাটলারের তালিকায় জায়গা পাওয়াটাও নিশ্চয় বাড়তি অনুপ্রেরণা দেবে ডি-কককে।
এই তালিকার তিনে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০১৯ বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করেছিলেন রোহিত। ঘরের মাঠের বিশ্বকাপে রোহিত এবার নিজেই অধিনায়ক। কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির পর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ট্রফি উঁচিয়ে ধরার সুবর্ণ এক সুযোগ এবার তাঁর সামনে। বাটলারের পছন্দের একাদশে জায়গা পাওয়া
রোহিত বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।
তালিকার পরের অবস্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার এই হার্ড হিটার ব্যাটসম্যান নিজের দিনে একাই ঘুরিয়ে দিতে পারেন খেলার মোড়। শুধু ব্যাট হাতেই নয়, বোলিংয়েও ভূমিকা রাখার সুযোগ আছে তাঁর। বিশেষ করে ভারতের উইকেটে কার্যকর হয়ে উঠতে পারে ম্যাক্সওয়েলের স্পিন বোলিং।
নিজের স্বপ্নের একাদশের পাঁচ নম্বরে যে খেলোয়াড়কে বাটলার জায়গা দিয়েছেন, তিনি অবশ্য বিশ্বকাপেই নেই। পিঠের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া আনরিখ নর্কিয়াও আছেন বাটলারের স্বপ্নের একাদশের প্রথম পাঁচে। দলের অন্যতম ফাস্ট বোলার নর্কিয়াকে না পাওয়া দক্ষিণ আফ্রিকার জন্য বড় ধাক্কা। তাঁর বদলে ডাক পেয়েছেন লিজাড উইলিয়ামস।