আলোচনার শুরু ভারত ‘এ’ দলের ব্যাটসম্যান নিকিন জোসের বিতর্কিত নট আউট নিয়ে। পরে বাংলাদেশ ‘এ’ দলের দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও জাকির হাসানের আউটের সিদ্ধান্ত সে আলোচনার পালে হাওয়া দেয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই দলের ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল শেষে আলোচ্য বিষয় হবে আম্পায়ারিং, তা অনুমান করা যাচ্ছিল। হয়েছেও তা–ই।
ভারতের বিপক্ষে ৫১ রানে হারের পর টুর্নামেন্ট কাভার করতে যাওয়া সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাওয়া নির্বাচক হাবিবুল বাশারকে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেছেন, ‘সবাই দেখেছে। বলার মতো তেমন কিছু নেই। খেলাটা সবাই দেখেছেন। সবাই জানেন আজ কী হয়েছে। আমি আসলে এ নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। আমি যেখানে দাঁড়িয়ে, সেখান থেকে আসলে মন্তব্য করা যায় না।’
হাবিবুল আরও যোগ করেন, ‘আমরা ওদের সুযোগ দিয়েছি ম্যাচে ফিরে আসার। একই সঙ্গে কিছু কিছু সিদ্ধান্ত যদি দেখেন, সেগুলো যদি আমাদের পক্ষে যেত, তাহলে ম্যাচের চেহারাটা অন্য রকম হতো। সৌম্য ও জাকির যদি আউট না হতো, তাহলে ম্যাচটা এই পর্যন্ত আসত না। কিন্তু আমাদের শেষ করে আসা উচিত ছিল।’
দিন শেষে ভারতকে ২১১ রানে থামিয়েও জিততে না পারার দায়টা যে ব্যাটসম্যানদের, সে কথাও বলেছেন হাবিবুল। তাঁর দৃষ্টিতে, এই ম্যাচ হারার কোনো কারণ ছিল না, ‘ওদের ২১১–তে অলআউট করেছি, এরপর ওপেনিংয়ে আমাদের ভালো শুরু হয়েছে। সেখান থেকে আসলে…কঠিন উইকেট অবশ্যই। কিন্তু আমরা রান করে ফেলেছিলাম।
কখনোই চাপ ছিল না। সেখান থেকে আসলে অলআউট হয়ে যাওয়াটা ভালো কিছু নয়। আমরা হয়তো একটু প্যানিক করেছি। আইডিয়াল উইকেট ছিল না। তবে এমন নয় যে খেলা যাবে না। যদি উইকেট না পড়ত, তাহলে পরের দিকে আমাদের জন্য খেলাটা অনেক সহজ হয়ে যেত। একটি-দুটি উইকেট পড়ার পর আমরা জুটি গড়তে পারিনি।’
তবে এবারের ইমার্জিং এশিয়া কাপ থেকে বাংলাদেশকে একদমই খালি হাতে ফিরতে হচ্ছে না। ভবিষ্যতের জন্য কিছু ক্রিকেটার এই টুর্নামেন্ট থেকে বেরিয়ে এসেছেন বলে জানিয়েছেন হাবিবুল, ‘আজকের ম্যাচটা সম্পূর্ণ আমাদের ভাবনার বাইরে গিয়েছে। আমরা আমাদের প্রত্যাশামতো খেলতে পারিনি। বোলিংটা ভালো হয়েছে। ব্যাটিংটা ভালো হয়নি ওপেনিং জুটি ছাড়া। কিন্তু পুরো টুর্নামেন্টে যদি দেখেন, ছেলেরা খারাপ খেলেনি। সব মিলিয়ে টুর্নামেন্ট থেকে যে কিছু পাইনি, তা নয়। হ্যাঁ, ফাইনালে যেতে চেয়েছিলাম, চ্যাম্পিয়ন হতে চেয়েছিলাম। সেটা হয়নি। সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু কিছু খেলোয়াড় দেখেছি, তাদের নিয়ে ভবিষ্যতে কাজ করা যাবে।’