দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ গত বছর বিপিএলের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন। সেই দলের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। স্বাভাবিকভাবেই তামিমের সঙ্গে মহারাজের ভালোই সম্পর্ক। সেই সুবাদে এবার দক্ষিণ আফ্রিকার হয়ে বাংলাদেশ সফরে আসার আগে তামিমের কাছ থেকে কন্ডিশন সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নিয়েছেন মহারাজ।
মিরপুর টেস্টে এখন পর্যন্ত ২ ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়েছেন এই প্রোটিয়া স্পিনার। আজ তৃতীয় দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে মহারাজ জানালেন তাঁর পারফরম্যান্সে তামিমের অবদানের কথা, ‘আমি তামিম ভাইকে মেসেজ করেছিলাম। তাঁর সঙ্গে আমার ভালো সম্পর্ক, সেটা মূলত বিপিএল খেলার কারণে। আমি তাঁর কাছে কন্ডিশনের ব্যাপারে কিছু পরামর্শ চেয়েছিলাম। তিনি কিছু কথা বলেছিলেন, উইকেট কেমন আচরণ করতে পারে, এসব বিষয়ে। তিনি যা বলেছেন, উইকেট ঠিক তেমনই আচরণ করছে।’
আমি তাঁর (তামিম) কাছে কন্ডিশনের ব্যাপারে কিছু পরামর্শ চেয়েছিলাম। তিনি কিছু কথা বলেছিলেন, উইকেট কেমন আচরণ করতে পারে, এসব বিষয়ে। তিনি যা বলেছেন, উইকেট ঠিক তেমনই আচরণ করছে।’কেশব মহারাজ, স্পিনার, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
মিরপুর টেস্টে বাংলাদেশ এখন ৮১ রানে এগিয়ে আছে, হাতে আছে আরও ৩ উইকেট। ১১২ রানে ৬ উইকেট তুলে নেওয়ার পরও দিন শেষে বাংলাদেশকে অলআউট করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী পুরোনো বলের সুবিধাটা ভালোভাবে কাজে লাগিয়ে গড়েছেন ১৩৮ রানের রেকর্ড জুটি।
মহারাজ মিরপুর টেস্টের বর্তমান অবস্থাকে কীভাবে দেখছেন? মহারাজও বাংলাদেশের লড়াইয়ের কথা বলতে গিয়ে নরম বলের প্রসঙ্গ টানলেন, ‘বাংলাদেশ আজ ভালো করেছে। কন্ডিশন কিছুটা ভালো ছিল। যদি সত্যি বলি, বলটাও ব্যবহৃত ছিল।’
তবে এখনো মিরপুর টেস্টে নিজেদেরই এগিয়ে রাখছেন তিনি, ‘তবে আমরা এখনো এই ম্যাচে এগিয়ে আছি। বাংলাদেশ লিড পেয়েছে ঠিক আছে, তবে আমাদের ৩টি উইকেট নিতে হবে। আমরা চাইব ওদের অল্প রানে থামিয়ে রাখতে। আমরা এখনো চালকের আসনেই আছি। প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের সেই পারফরম্যান্সের জন্যই আমরা এগিয়ে আছি।’
মিরপুরের উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিয়ে মহারাজের কথা, ‘ম্যাচ যত গড়াবে স্পিনারদের টার্নেও বৈচিত্র্য যোগ হবে। এখন উইকেট কিছুটা ভেজা। বারবার রোল করায় উইকেটটা কিছুটা ভালো হয়েছে, উইকেট ব্যাটিং–সহায়ক মনে হচ্ছে। আমরা তো বাংলাদেশকে ১০০ বা কম লিডে অলআউট করতে চাইবই। গুরুত্বপূর্ণ হচ্ছে আগামীকাল সকালের সেশনে ভালো শুরু করা।’