চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে হাসান মাহমুদের (বাঁয়ে)
চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে হাসান মাহমুদের (বাঁয়ে)

আইসিসি র‍্যাঙ্কিং

টেস্ট অভিষেকেই শীর্ষ ১০০–তে হাসান মাহমুদ

চট্টগ্রাম টেস্ট শেষ হয়েছে গত বুধবার। সেই টেস্টের পারফরম্যান্স দিয়েই আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, আশিতা ফার্নান্ডো এবং বাংলাদেশের খালেদ আহমেদ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদরা।

আইসিসি র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আজ। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলা শ্রীলঙ্কান ব্যাটসম্যান কামিন্দু ১৮ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উঠেছেন ৪৬ নম্বরে। বল হাতে ৩ উইকেট নিয়ে বোলিংয়ে ৪৬ ধাপ এগিয়ে ১১৭ নম্বরে উঠেছেন দুই হাতেই বল করতে পারা কামিন্দু।

অভিজ্ঞ ম্যাথুস চট্টগ্রাম টেস্টে করেছেন ২৩ ও ৫৬ রান। তাতে দুই ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। বোলিংয়ে শ্রীলঙ্কার পেসার আশিতা ফার্নান্ডো সাত ধাপ এগিয়ে উঠেছেন ২৭ নম্বরে। আরেক ফার্নান্ডো, বিশ্ব দুই ধাপ এগিয়ে উঠেছেন ৪১ নম্বরে।

চট্টগ্রাম ফিফটির পর মেহেদী হাসান মিরাজ

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে ৮১ রানে অপরাজিত থাকা অলরাউন্ডার ১১ ধাপ এগিয়ে উঠেছেন ৮৮ নম্বরে। দুই ইনিংসে ৫৪ ও ১৯ রান করা ওপেনার জাকির হাসান তিন ধাপ এগিয়ে উঠেছেন ৭৫ নম্বরে। চার ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠেছেন মুমিনুল হক।

চট্টগ্রামে অভিষেক হওয়া বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ক্যারিয়ারের প্রথম টেস্টের পর জায়গা পেয়েছেন ৯৫ নম্বরে। চট্টগ্রাম পেস্টে ৬ উইকেট পেয়েছেন হাসান। ওই টেস্টে ৩ উইকেট নেওয়া আরেক পেসার খালেদ আহমেদ ৬ ধাপ এগিয়ে উঠেছেন ৮৩ নম্বরে।

মুমিনুল হক ও জাকির হাসান দুজনই এগিয়েছেন র‍্যাঙ্কিংয়ে

ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, বোলিংয়ে রবিচন্দ্রন অশ্বিন ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে রবীন্দ্র জাদেজা ধরে রেখেছেন শীর্ষস্থান।